জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই রাজ্য ও কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়?
ক. ১৫ই মার্চ ১৯৫৫
খ. ১৫ই আগস্ট ১৯৫৫
গ. ১৫ই আগস্ট ১৯৫০
ঘ. ১৫ই মার্চ ১৯৫০
View Answer
২) ব্যাঙের শীত ঘুমকে কি বলে?
ক. ক্লোরোনিস।
খ. হাইবারনেশান।
গ. হাইপারটেনশন।
ঘ. হাইবারটিস।
View Answer
৩) নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন-
ক. মাইকেল মধুসূদন দত্ত।
খ. দীনবন্ধু মিত্র।
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
ঘ. সুভাষচন্দ্র বসু।
View Answer
৪) কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে?
ক. আমেরিকা যুক্তরাষ্ট্র।
খ. রাশিয়া।
গ. অষ্ট্রেলিয়া।
ঘ. ফ্রান্স।
View Answer
৫) চিন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলে –
ক. সাইক্লোন।
খ. টর্নেডো।
গ. টাইফুন।
ঘ. হ্যারিকেন।
View Answer
চাকরির খবর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৪৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদন শুরু হল অনলাইনে।
৬) পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য কত কিমি?
ক. ৩০৩২ কিমি।
খ. ২২৭২ কিমি।
গ. ১৮৭০ কিমি।
ঘ. ৩৮৬৫ কিমি
View Answer
৭) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পতাকা প্রথম উত্তোলন করেন কে?
ক. মঙ্গল পাণ্ডে।
খ. তাঁতিয়া টোপী।
গ. ভগত সিং।
ঘ. কুনওয়ার সিং।
View Answer
৮) আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
ঘ.
View Answer
আরেকটি চাকরির খবর : IDBI ব্যাংকে ৬০০ টি শূন্যপদে জুনিওর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আগামী ১৫ দিন পর্যন্ত চলবে আবেদন।
৯) চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে?
ক. ১৭৯০ সালে।
খ. ১৭৯৩ সালে।
গ. ১৭৯৮ সালে।
ঘ. ১৮০২ সালে।
View Answer
১০) বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. ওয়ারেন হেস্টিংস।
খ. লর্ড ক্লাইভ।
গ. লর্ড বেন্টিংক।
ঘ. লর্ড ক্যানিং।
View Answer
এইগুলিও পড়ুন :
চাকরির খবর : ভারতীয় সেনায় সিভিলিয়ান বিভাগে গ্রুপ C নিয়োগ, আবেদন শুরু ১৮ সেপ্টেম্বর থেকে।
মক টেস্ট : উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? – বার বার পরীক্ষায় আসা ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।