জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) Voice of India সংবাদপত্র কে চালু করেন?
ক. ভিখাজি কামা।
খ. দাদাভাই নৌরজি।
গ. লালা হরদয়াল।
ঘ. ভি.ডি. সাভারকর।
View Answer
২) উত্তল দর্পন কোথায় ব্যবহার করা হয়?
ক. টর্চ লাইটে।
খ. গাড়িতে।
গ. সৌরচুল্লিতে।
ঘ. রাডারে।
View Answer
৩) সর্বভারতীয় মুসলিম লীগ কবে চালু হয়?
ক. ১৮৯৯ সালে।
খ. ১৯০২ সালে।
গ. ১৯০৬ সালে।
ঘ. ১৯০৯ সালে।
View Answer
৪) কোনটি তড়িৎচুম্বক নির্মাণে সবচেয়ে উপযোগী ধাতু?
ক. নরম লোহা।
খ. স্টিল।
গ. নিকেল।
ঘ.।
View Answer
৫) বায়ো গ্যাসের প্রধান জ্বালানি কি?
ক. কার্বন মনোক্সাইড।
খ. মিথেন।
গ. হাইড্রোজেন।
ঘ.।
View Answer
চাকরির খবর : দিল্লি পুলিশে ৭৫৪৭ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ, যোগ্যতা ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানুন।
৬) ভারতবর্ষের বিসমার্ক কাকে বলা হয়?
ক. সুভাষচন্দ্র বসু।
খ. রবীন্দ্রনাথ ঠাকুর।
গ. মহাত্মা গান্ধী।
ঘ. বল্লভভাই প্যাটেল
View Answer
৭) অ্যালকোহল প্রস্তুতিতে নীচের কোনটি প্রয়োজন হয়?
ক. প্রোটোজোয়া।
খ. ছত্রাক।
গ. ব্যাকটেরিয়া।
ঘ. ভাইরাস।
View Answer
৮) লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়?
ক. যকৃৎ।
খ. ক্ষুদ্রান্ত্র।
গ. বৃক্ক।
ঘ.
View Answer
আরেকটি চাকরি : ভারতীয় নৌসেনায় গ্রুপ C পদে কয়েকশো নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন।
৯) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে চালু করেন?
ক. মহম্মদ আলী জিন্নাহ।
খ. বি.আর. আম্বেদকর।
গ. র্যামসে ম্যাকডোনাল্ড।
ঘ. লর্ড মাউন্টব্যাটেন।
View Answer
১০) ভারতের কোথায় ইংরেজরা তাদের প্রথম কারখানা স্থাপন করেন?
ক. মুম্বাই।
খ. সুরাট।
গ. সুতানটি।
ঘ. মাদ্রাজ।
View Answer
এইগুলিও পড়ুন :
চাকরির খবর : কেন্দ্রীয় আট বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন কবে থেকে শুরু হবে আবেদন।
আরেকটি চাকরি : ভারত সরকারের খনি মন্ত্রণালয়ে গ্রুপ C পদে চাকরি, সকল যোগ্য প্রার্থীদের জন্য বিরাট সুযোগ!
আরেকটি মক টেস্ট : বলতে পারবেন, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? – দেখে নিন পরীক্ষায় আসা ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন।