জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের তাদের সামগ্রিক সচেতনতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে General Knowledge Questions & Answers পড়া এবং অনুশীলন করা উচিত। General Knowledge বর্তমান বিষয়, ঐতিহাসিক ঘটনা এবং সামাজিক সমস্যাগুলির উপর একটি বিস্তারিত দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এবং ইন্টারভিউতে সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও এটি একটি সুগঠিত ব্যক্তিত্ব গড়ে তোলে, আত্মবিশ্বাস বাড়ায় এবং একটি বৈচিত্র্যময় ও গতিশীল পরীক্ষার পরিবেশে প্রতিযোগিতামূলক অগ্রগতি নিশ্চিত করে। আমরা মূলতঃ আসন্ন WBPSC, WBP, Rail, SSC এর মতন পরীক্ষা গুলোতে আসা প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে?
ক. তিনটি।
খ. পাঁচটি।
গ. সাতটি।
ঘ. নয়টি।
View Answer
২) কলকাতায় ভারতের প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. 1879 সালে।
খ. 1865 সালে।
গ. 1870 সালে।
ঘ. 1881 সালে।
View Answer
৩) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ফিলিপিন্স।
খ. বেজিং।
গ. জেনেভা।
ঘ. নিউইয়র্ক।
View Answer
৪) জলঢাকা নদীর উৎস হল-
ক. চমালহারি শৃঙ্গ।
খ. জেমু হিমবাহ।
গ. জেলেপ লা গিরিপথ।
ঘ.।
View Answer
৫) কত সালে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন?
ক. 1930 সালে।
খ. 1931 সালে।
গ. 1932 সালে।
ঘ.।
View Answer
আরেকটি চাকরি : পশ্চিমবঙ্গের সরকারি হাই স্কুলে ক্লার্ক, গ্রুপ D স্টাফ ও শিক্ষক পদে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন।
৬) ভারতে GST কার্যকর হয় কোন তারিখ থেকে?
ক. 1 জুন, 2017 থেকে।
খ. 1 জুলাই, 2017 থেকে।
গ. 1 ফেব্রুয়ারী, 2017 থেকে।
ঘ.
View Answer
৭) যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেই প্রক্রিয়া কে কী বলে?
ক. বিজারণ।
খ. জারণ।
গ. জারক পদার্থ।
ঘ. বিজারক পদার্থ।
View Answer
৮) সিরাজ-উদ-দৌলার কোন শহরের নাম পরিবর্তন করে আলীনগর রাখেন?
ক. আগ্রা।
খ. ক্যালকাটা।
গ. ফিরোজপুর।
ঘ.।
View Answer
৯) যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ক. বিপিন চন্দ্র পাল।
খ. বারীন্দ্র ঘোষ।
গ. যতীন্দ্রনাথ মুখার্জি।
ঘ. ভগৎ সিং।
View Answer
১০) কোন রাজনৈতিক নেতার অন্যতম স্লোগান ছিল – গরিবী হটাও?
ক. রাজীব গান্ধী।
খ. জওহরলাল নেহেরু।
গ. ইন্দিরা গান্ধী।
ঘ. লাল বাহাদুর শাস্ত্রী।
View Answer
আরেকটি চাকরি : রাজ্যে ১৫৮২ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ, অষ্টম ও দশম পাশে আবেদন করুন।
আরেকটি মক টেস্ট : বলুন তো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? জেনে নিন এরকমই ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।