Food SI General Knowledge- বলুন তো, সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন? -দেখে নিন চাকরির পরীক্ষায় আসা ১০ টি কমন প্রশ্ন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য, General Knowledge একটি গুরুত্বপূর্ণ বিষয় যার ঠিকঠাক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। এটি বিশ্ব, জাতি এবং বর্তমান ঘটনা সম্পর্কে সামগ্রিক সচেতনতা বাড়ায়, যা পরীক্ষার্থীদের SSC MTS, Group D, State Police, Food SI, Warder এবং আরও অনেক কিছুর মতো পরীক্ষায় পারদর্শী হতে সক্ষম করে। General Knowledge এই পরীক্ষাগুলির একটি মূল উপাদান, যা একজন প্রার্থীর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আপ-টু-ডেট বোঝার ক্ষমতা প্রদর্শন করে। আজকের প্রতিবেদনে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করে ১০ টি General Knowledge Questions & Answers নিয়ে এলাম সকল পরীক্ষার্থীদের জন্য।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?

ক. পুষ্যমিত্র।

খ. বসুমিত্র।

গ. চন্দ্রগুপ্ত মৌর্য।

ঘ. অশোক।

View Answer

উঃ বসুমিত্র।

২) রোগ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে?

ক. টেলিপ্যাথি।

খ. ফাইকোলজি।

গ. প্যাথোলজি।

ঘ. ডিজিজোলজি।

View Answer

উঃ প্যাথোলজি।

৩) সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে?

ক. রাষ্ট্রপতি।

খ. প্রধানমন্ত্রী।

গ. উপরাষ্ট্রপতি।

ঘ. লোকসভার স্পিকার।

View Answer

উঃ রাষ্ট্রপতি।

৪) পেরিয়ার অভয়ারণ্য কোন বন্যপ্রাণীর জন্য বিখ্যাত?

ক. হাতি।

খ. চিতাবাঘ।

গ. সিংহ।

ঘ. গন্ডার।

View Answer

উঃ হাতি

৫) হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে?

ক. সিস্টোল।

খ. ডায়াস্টোল।

গ. পালস প্রেসার।

ঘ.

View Answer

উঃ সিস্টোল

চাকরির খবর : রাজ্য সরকারি সংস্থায় ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, ইন্টারভিউতে পাশ হলেই হবে নিয়োগ।

৬) সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন?

ক. গুপ্ত বংশের।

খ. কুষান বংশের।

গ. মৌর্য বংশের।

ঘ.

View Answer

উঃ মৌর্য বংশের

৭) অর্থবিল কোথায় উত্থাপন করা হয়?

ক. লোকসভাতে।

খ. বিধানসভাতে।

গ. বিধান পরিষদে।

ঘ. রাজ্যসভায়।

View Answer

উঃ লোকসভাতে।

৮) অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে?

ক. ১৯১৫ সালে।

খ. ১৯১৮ সালে।

গ. ১৯২০ সালে।

ঘ.

View Answer

উঃ ১৯২০ সালে।

৯) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. ওয়াশিংটন।

খ. নিউইয়র্ক।

গ. জেনেভা।

ঘ. বার্লিন।

View Answer

উঃ জেনেভা

১০) BCG টিকা কোন রোগের বিরুদ্ধে কাজ করে?

ক. কলেরা।

খ. যক্ষ্মা।

গ. পোলিও।

ঘ. জলাতঙ্ক।

View Answer

উঃ যক্ষ্মা

বিশেষ খবর : গ্যাসের দাম কমানো হল, নগদে ছাড় নাকি কেনার পর সাবসিডির টাকা ব্যাঙ্কে ঢুকবে? – সব খটকা দূর করে নিন।

আরেকটি মক টেস্ট : বলুন দেখি, হরপ্পা অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত ছিল? জেনে নিন পরীক্ষায় আসা আরও ১০ টি প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment