গুরুত্বপূর্ণ ১০ টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, জেল পুলিশ ও ফুড SI পরীক্ষার প্রস্তুতি। General Knowledge MCQ

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : চাকরির পরীক্ষায় জেনারেল নলেজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের সকলেরই জানা। বিশেষ করে যে সকল পরীক্ষার্থী রাজ্য সরকারি পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তারা জানেন, এই সকল পরীক্ষায় জেনারেল নলেজের ওজন কতটা দেওয়া হয়। জেনারেল নলেজ হল বিশাল বড় একটা বিষয়, এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও যুক্ত থাকে। তাই বাড়িতে পড়ার পাশাপাশি প্রতিনিয়ত মক টেস্টের মাধ্যমে সেগুলিকে মাঝে মাঝেই ঝালিয়ে নেওয়ার অভ্যেস রাখা অত্যন্ত লাভজনক প্রমান হতে পারে। আজকে আমরা ১০ টি প্রশ্ন ও তার সমাধান এই প্রতিবেদনে শেয়ার করব, চলো আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের MCQ প্রশ্ন ও উত্তরগুলি। General Knowledge Questions & Answers

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১)  বেঙ্গল ভলান্টিয়ার্স এর প্রধান নির্দেশক কে ছিলেন?

ক. সুভাষচন্দ্র বসু।

খ. রাসবিহারী বসু।

গ. চিত্তরঞ্জন দাস।

ঘ. প্রমথনাথ মিত্র।

View Answer

উঃ সুভাষচন্দ্র বসু।

২) ১৯১৬ সালে হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন কে?

ক. অ্যানি বেসান্ত।

খ. বিপিন চন্দ্র পাল।

গ. গান্ধিজী।

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর।

View Answer

উঃ অ্যানি বেসান্ত।

৩) পেট্রোলের রাসায়নিক নাম কি?

ক. ডিজেল।

খ. গ্যাসোলিন।

গ. ইথানল।

ঘ. ইথিলিন।

View Answer

উঃ গ্যাসোলিন।

৪) ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত?

ক. ডিহং।

খ. ব্রহ্মা।

গ. সাংপো।

ঘ.

View Answer

উঃ সাংপো

৫) নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়?

ক. কাবেরী।

খ. লুনী।

গ. গোদাবরী।

ঘ.

View Answer

উঃ

চাকরির খবর : ইসরোতে প্রচুর Group C ও Group D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে করা যাবে আবেদন।

৬) ভারতীয় সংবিধান প্রদান করে-

ক. এক নাগরিকত্ব।

খ. দ্বি নাগরিকত্ব।

গ. বহুজাতিক নাগরিকত্ব।

ঘ.

View Answer

উঃ এক নাগরিকত্ব

৭) ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয় কত সালে?

ক. ১৯০০ সালে।

খ. ১৯০২ সালে।

গ. ১৯০৭ সালে।

ঘ. ১৯০৫ সালে।

View Answer

উঃ ১৯০৫ সালে

৮) লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. মোজাম্মেল হক।

খ. কাজী নজরুল ইসলাম।

গ. মোহাম্মদ আকরাম খাঁ।

ঘ.

View Answer

উঃ কাজী নজরুল ইসলাম

৯) পুরাণের সংখ্যা কয়টি?

ক. ৭টি।

খ. ১২টি।

গ. ১৫টি।

ঘ.

View Answer

উঃ

১০) পথের পাঁচালীর রচয়িতা কে?

ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

খ. সত্যজিৎ রায়।

গ. বুদ্ধদেব গুহ।

ঘ. আশাপূর্ণা দেবী।

View Answer

উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

চাকরির খবর : পশ্চিমবঙ্গের ২১ টি জেলার শিশু সুরক্ষা বিভাগে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, সকলেই করতে পারবেন আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment