IIT Kharagpur Recruitment 2023: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুর (IIT Kharagpur) এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এই বিজ্ঞপ্তিতে মোট ১৫৩ টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখে নেব শূন্যপদগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণসমূহ।
নিয়োগকারী সংস্থা | IIT Kharagpur |
Advertise No. | R/09/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | www.iitkgp.ac.in |
আবেদন শুরু | ০৫.০৬.২০২৩ |
আবেদন শেষ | ০৫.০৭.২০২৩ |
মোট শূন্যপদ | ১৫৩ টি। |
পদের নাম
জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ : ২০ টি। (UR – ০৬ টি, EWS- ০২ টি, SC – ০২ টি, ST- ০৩ টি, OBC(NCL)- ০৫ টি, PWD- ০২ টি)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইন্সটিটিউট থেকে যেকোনো বিষয়ে ৩ বছরের স্নাতক এবং কম্পিউটারে MS Word ও Excel এ অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : ০৫.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
পদের নাম
স্টাফ নার্স
মোট শূন্যপদ : ১২ টি। (UR – ০৪ টি, EWS- ০১ টি, SC – ০২ টি, ST- ০১ টি, OBC(NCL)- ০৪ টি)
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ এবং সরকার স্বীকৃত কোনো ইন্সটিটিউট থেকে GNM কোর্স করা থাকলে এই পদে আবেদন করা যাবে।
বয়স সীমা : ০৫.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ৬ অনুযায়ী ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
পদের নাম
জুনিয়ার টেকনিশিয়ান/ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ : ২৩ টি। (UR – ০৬ টি, EWS- ০৩ টি, SC – ০৪ টি, ST- ০১ টি, OBC(NCL)- ০৮ টি, PWD- ০১ টি)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইন্সটিটিউট থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক (Bsc) অথবা সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স।
বয়স সীমা : ০৫.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
পদের নাম
ড্রাইভার
মোট শূন্যপদ : ৬ টি। (UR – ০৩ টি, EWS- ০১ টি, ST- ০১ টি, OBC(NCL)- ০১ টি)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইন্সটিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাশ এবং সেইসাথে হালকা ও ভারী গাড়ি চালানোর লাইসেন্স এবং অভিজ্ঞতা থাকার প্রয়োজন।
বয়স সীমা : ০৫.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
চাকরির খবর : কেন্দ্রীয় বাহিনীতে কয়েকশো কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।
পদের নাম
জুনিয়ার এক্সেকিউটিভ
মোট শূন্যপদ : ১৯ টি। (UR – ০৭ টি, EWS- ০২ টি, SC – ০৩ টি, ST- ০২ টি, OBC- ০৪ টি, PWD(UR) – ০১ টি)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইন্সটিটিউট থেকে যেকোনো বিষয়ে স্নাতক এবং কম্পিউটারে MS Word ও Excel এ অভিজ্ঞতা থাকতে হবে, সেইসাথে সংশ্লিষ্ট পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : ০৫.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ৬ অনুযায়ী ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
আবেদন পদ্ধতি
উপরিউক্ত সবকয়টি পদে আবেদনের জন্য IIT Kharagpur এর অফিশিয়াল recruitment ওয়েবসাইট https://erp.iitkgp.ac.in/ এর মাধ্যমে অনালাইনে আবেদন করতে হবে (নীচে Direct Application লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশনের ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে।
আবেদন ফি : SC/ST/PWD/Women দের জন্য ২৫০ টাকা এবং বাকিদের ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।