IIT ISM Dhanbad Recruitment 2023: Indian Institute of Technology (Indian School of Mines), Dhanbad এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে তারা একাধিক নন-টিচিং বিভাগে কর্মী নিয়োগের কথা জানিয়েছে। ৪ টি বিভাগের মোট ৬৪ টি শূন্যপদে পশ্চিমবঙ্গের সকল যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব, তারা কিভাবে, কোনো কোন পদে, কোন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন।
নিয়োগকারী সংস্থা | Indian Institute of Technology (Indian School of Mines) |
Advertisement no. | 411002/15/2023-NFR |
অফিসিয়াল ওয়েবসাইট | iitism.ac.in |
মোট শূন্যপদ | ৬৪ টি। |
আবেদন শুরু | ০৮.০৯.২০২৩ |
আবেদন শেষ | ০৮.১০.২০২৩ |
পদের নাম
Junior Assistant
মোট শূন্যপদ : ৩১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে থাকলে ও সেইসাথে কম্পিউটারে কাজের নলেজ ও টাইপিং করতে জানলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০৮.১০.২০২৩ অনুসারে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে SC, ST এবং OBC – NCL শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে সপ্তম পে-কমিশনের অন্তর্ভুক্ত লেভেল-৩ অনুসারে বেতন দেওয়া হবে।
চাকরির খবর : রাজ্যে মৎস্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি জারি, জেনে নিন বিস্তারিত তথ্য।
পদের নাম
Junior Technician (Medical/ Civil Maintenance/ Electrical Maintenance)
মোট শূন্যপদ : ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ ও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০৮.১০.২০২৩ অনুসারে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে SC, ST এবং OBC – NCL শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে সপ্তম পে-কমিশনের অন্তর্ভুক্ত লেভেল-৩ অনুসারে বেতন দেওয়া হবে।
পদের নাম
Junior Technician (Physics/ Mathematics/ Chemistry/ Electrical/ Computer)
মোট শূন্যপদ : ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ITI/ ডিপ্লোমা/B.Sc. ডিগ্রী কোর্স সম্পন্ন করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০৮.১০.২০২৩ অনুসারে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে SC, ST এবং OBC – NCL শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে সপ্তম পে-কমিশনের অন্তর্ভুক্ত লেভেল-৩ অনুসারে বেতন দেওয়া হবে।
**আবেদনে ইচ্ছুক প্রার্থীরা বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে পড়ার পর আবেদন করুন।
চাকরির খবর : ৮৪৮৬৬ শূন্যপদ নয়, শূন্যপদ আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে – জেনে নিন বিস্তারিত।
প্রার্থী বাছাই পদ্ধতি
Indian Institute of Technology (Indian School of Mines) এর দ্বারা প্রকাশিত উপরিউক্ত পদগুলিতে কয়েকটি ধাপে প্রার্থীদের বাছাই করা হবে-
- লিখিত পরীক্ষা
- ট্রেড কিংবা কম্পিউটার টেস্ট
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিকেল টেস্ট
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এর জন্য প্রার্থীদের প্রথমে নীচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ে নিতে হবে, তারপর নিয়োগকারী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট “iitism.ac.in” ভিজিট কিংবা নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের সময় প্রার্থীদের আবেদন ফি জমা ও ফিলাপ করা আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
আবেদন ফি
Gen/OBC/EWS প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে, তবে SC/ST/ESM/PWD/Female প্রার্থীদের সম্পূর্ণরূপে আবেদন মূল্যে ছাড় দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন আবেদন : | Apply Now |
চাকরির খবর : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভাষা অনুবাদক নিয়োগ।
মক টেস্ট : বলতে পারবেন, জবা ফুল কোন দেশের জাতীয় ফুল? – এমনই ১০ টি কমন প্রশ্নের উত্তর দেখুন।