IDBI Bank Jr. Assistant Manager Recruitment 2023: Industrial Development Bank of India (IDBI) হল ভারতের নামকরা ব্যাংকগুলির মধ্যে অন্যতম। সম্প্রতি এই ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে Junior Assistant Manager -JAM (Grade ‘O’) পদে ৬০০ টি শূন্যপদের ঘোষণা করা হয়েছে, ব্যাঙ্কের তরফে ইতিমধ্যেই অনলাইন আবেদন গ্রহণ শুরু করা হয়েছে। পশ্চিমবঙ্গের সকল ইচ্ছুক চাকরিপ্রার্থীরা নিজের যোগ্যতা বিচার করে ব্যাঙ্কের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে, IDBI ব্যাঙ্কের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তির সারাংশ চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তুলে ধরব।
নিয়োগকারী সংস্থা | Industrial Development Bank of India (IDBI) |
Advertisement no. | 8/2023-24 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.idbibank.in |
মোট শূন্যপদ | ৬০০ টি। |
আবেদন শুরু | ১৫.০৯.২০২৩ |
আবেদন শেষ | ৩০.০৯.২০২৩ |
পদের নাম
Junior Assistant Manager -JAM
মোট শূন্যপদ : ৬০০ টি। (UR- ২৪৩ টি, SC- ৯০ টি, ST- ৪৫ টি, OBC- ১৬২ টি, EWS- ৬০ টি)
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ৩১.০৮.২০২৩ এর মধ্যে সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে, সেইসাথে প্রার্থীদের কম্পিউটারে কাজের অভিজ্ঞতা ও স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ৩১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৮ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
মাসিক বেতন : ট্রেনিং চলাকালীন মাসে ৫,০০০ টাকা করে ৬ মাস, ২ মাসের Internship Period চলাকালীন ১৫,০০০ টাকা প্রতিমাসে এবং তারপর Junior Assistant Manager -JAM হিসেবে জয়েন করার পর বছরে ৬.১৪ লক্ষ টাকা থেকে ৬.৫০ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
চাকরির খবর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৪৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদন শুরু হল অনলাইনে।
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রথমেই জানা দরকার Junior Assistant Manager -JAM পদে চাকরি দেওয়ার আগে ব্যাঙ্কের তরফে ৬+২= ৮ মাসের ট্রেনিং করানো হয়, আর সেই ট্রেনিং এ বাছাইয়ের জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এর জন্য প্রার্থীদের ৩ টি ধাপ পেরোতে হবে। যথা-
- লিখিত পরীক্ষা (MCQ টাইপ- ২০০ নম্বর)
- ইন্টারভিউ (১০০ নম্বর)
- মেডিকেল পরীক্ষা
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। এর জন্য প্রার্থীদের ‘https://ibpsonline.ibps.in/idbisep23/’ -এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে। প্রার্থীরা চাইলে নীচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদন জানাতে পারেন।
আবেদন ফি
অনলাইন আবেদন করার সময় SC/ST/PWD প্রার্থীদের আবেদন ফি মারফৎ মোট ২০০ টাকা জমা করতে হবে, বাকি শ্রেণীর প্রার্থীদের মোট ১০০০ টাকা জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন আবেদন : | Apply Online |
অফিশিয়াল ওয়েবসাইট : | Visit Now |
চাকরির খবর : রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে MTS ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।
মক টেস্ট : বলতে পারবেন, উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? – বার বার পরীক্ষায় আসা ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।