বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, অনলাইনে আবেদন শুরু।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

IBPS Clerk Recruitment 2023: Institute of Banking Personnel Selection (IBPS) একটি বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগের কথা ঘোষণা করেছে। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে এই আবেদন। IBPS প্রতি বছরই বিপুল পরিমান ক্লার্ক নিয়োগ করে থাকে, তাই যে সমস্ত প্রার্থীরা নতুন বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন, তারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

নিয়োগকারী সংস্থা Institute of Banking Personnel Selection (IBPS)
Advertisement no. CRP CLERKS-XIII for Vacancies of 2024-25
অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in
মোট শূন্যপদ  ৪০৪৫ টি।
আবেদন শেষ ২৭.০৭.২০২৩

পদের নাম

ক্লার্ক

মোট শূন্যপদ : ৪০৪৫ টি।

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক হয়ে থাকলেই এই পদে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : আবেদনকারীর বয়স ন্যূনতম ২০ এবং সর্বাধিক ২৮ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা প্রায় মাসিক ২৯,৫০০ টাকা বেতন পেয়ে থাকেন।

নিয়োগ পদ্ধতি

  1. প্রিলিমিনারি পরীক্ষা
  2. মেইন পরীক্ষা
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন
  4. মেডিকেল

নতুন খবর: স্টাফ সিলেকশন কমিশনে MTS ও Havaldar পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে আবেদন শুরু।

আবেদন পদ্ধতি 

উল্লেখ্য ক্লার্ক পদে আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট www.ibps.in এ গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে, তারপর নিজের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন ফি জমা দিয়ে প্রিন্ট আউট বের করে রাখতে হবে। (প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)।

আবেদন ফি

উপরিউক্ত দুটি পদে আবেদনের জন্য ৮৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে, তবে তপশিলি শ্রেণীর অন্তর্ভুক্ত ও বিকলাঙ্গ প্রার্থীদের ১৭৫ টাকা ফি জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক :  Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment