জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য, General Knowledge একটি গুরুত্বপূর্ণ বিষয় যার ঠিকঠাক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। এটি বিশ্ব, জাতি এবং বর্তমান ঘটনা সম্পর্কে সামগ্রিক সচেতনতা বাড়ায়, যা পরীক্ষার্থীদের SSC MTS, Group D, State Police এবং আরও অনেক কিছুর মতো পরীক্ষায় পারদর্শী হতে সক্ষম করে। General Knowledge এই পরীক্ষাগুলির একটি মূল উপাদান, যা একজন প্রার্থীর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আপ-টু-ডেট বোঝার ক্ষমতা প্রদর্শন করে। আজকের প্রতিবেদনে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করে ১৫ টি General Knowledge Questions & Answers নিয়ে এলাম সকল পরীক্ষার্থীদের জন্য।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয়?
ক. ইলিয়াম।
খ. রেকটাম।
গ. ডিওডেনাম।
ঘ. কোনটিই সঠিক নয়।
View Answer
২) আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?
ক. গ্রীষ্ম।
খ. বর্ষা।
গ. শরৎ।
ঘ. হেমন্ত।
View Answer
৩) আরশোলার হৃদপিণ্ড ক’টি প্রকোষ্ঠে বিভক্ত?
ক. ১৮টি।
খ. ১৪টি।
গ. ১৩টি।
ঘ. ৯টি।
View Answer
৪) পথের দাবি উপন্যাসের রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
খ. রবীন্দ্রনাথ ঠাকুর।
গ. সতীনাথ ভাদুড়ি।
ঘ.।
View Answer
৫) স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
ক. ভিটামিন C
খ. ভিটামিন D
গ. ভিটামিন K
ঘ.
View Answer
বিশেষ খবর : এবার ১৪৫ কোটির স্কলারশিপ দুর্নীতিতে যুক্ত পশ্চিমবঙ্গ, সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রের।
৬) বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে?
ক. ৪ জন।
খ. ৫ জন।
গ. ৬ জন।
ঘ.
View Answer
৭) লুনির গতিপথ কোথায় শেষ হয়েছে?
ক. মধ্যপ্রদেশে।
খ. চিল্কা হ্রদে।
গ. সম্বর হ্রদে।
ঘ. কচ্ছের রণে।
View Answer
৮) আমির খসরু কার সভাকবি ছিলেন?
ক. মহম্মদ বিন তুঘলক।
খ. কুতুবউদ্দিন আইবক।
গ. আলাউদ্দিন খলজি।
ঘ.।
View Answer
৯) চারমিনার সৌধ কোন রাজ্যে অবস্থিত?
ক. রাজস্থান।
খ. গুজরাট।
গ. তেলেঙ্গানা।
ঘ. উত্তরাখন্ড।
View Answer
১০) ভারতের প্রথম এভারেস্ট শৃঙ্গ আরোহণ করে কে?
ক. সাইফুদ্দীন কিচলু।
খ. বিনোবা ভাবে।
গ. তেনজিঙ নোরগে।
ঘ. জে কে বাজাজ।
চাকরির খবর : মিউনিসিপালিটি অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাসিক বেতন ২৬ হাজার টাকা।
১১) ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিল?
ক. রাষ্ট্রকূট।
খ. চালুক্য।
গ. পাল।
ঘ. সাতবাহন।
View Answer
১২) দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?
ক. ১৮০ ডিগ্রি।
খ. ৯০ ডিগ্রি।
গ. ৪৫ ডিগ্রি।
ঘ. ১০ ডিগ্রি।
View Answer
১৩) বিবর্ধক কাঁচ কী ধরনের লেন্স?
ক. উত্তল লেন্স।
খ. অবতল লেন্স।
গ. সমবর্ধি লেন্স।
ঘ. কোনটাই নয়।
View Answer
১৪) বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন?
ক. বাঘা যতীন দাস।
খ. যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
গ. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
ঘ. আশুতোষ মুখার্জী।
View Answer
১৫) ভারতের সাথে মোট কয়টি দেশের স্থল সীমান্ত যুক্ত রয়েছে?
ক. সাতটি।
খ. নয়টি।
গ. এগারোটি।
ঘ. তেরোটি।
View Answer
এটিও পড়ুন : জেল পুলিশের কাজ কি, কত টাকা বেতন, প্রমোশন, ছুটি, গত বছরের Cut Off Marks কত ছিল – সব প্রশ্নের উত্তর জানুন।
আরেকটি জি.কে টেস্ট : কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে? -General Knowledge MCQ