HAL Apprentice Recruitment: Hindustan Aeronautics Ltd. (HAL) এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ৬৪৭ টি শিক্ষানবিশ পদে নিয়োগের ব্যাপারে জানানো হয়েছে। মোট তিনটি বিভাগে এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদনযোগ্য। নীচে যোগ্যতা সহ যাবতীয় বিষয়ের বিস্তারিত তথ্য দেওয়া হল।
নিয়োগকারী সংস্থা | Hindustan Aeronautics Ltd. (HAL) |
Advertisement no. | HAL/T&D/1614/23-24/155 |
অফিসিয়াল ওয়েবসাইট | hal-india.co.in |
মোট শূন্যপদ | ৬৪৭ টি। |
আবেদন শুরু | ০২.০৮.২০২৩ |
আবেদন শেষ | ২৩.০৮.২০২৩ |
ডকুমেন্ট ভেরিফিকেশন : |
৪র্থ সেপ্টেম্বর থেকে ১৬-ই সেপ্টেম্বর পর্যন্ত। (সম্ভাব্য) |
পদের নাম
ITI Apprentice
মোট শূন্যপদ : ৩৫০ টি। নীচে বিস্তারিত বিবরণ তুলে ধরা হল-
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ITI করা প্রার্থীরা আবেদনযোগ্য।
মাসিক বৃত্তি : এই বিভাগের অন্তর্গত শিক্ষানবিশ প্রার্থীদের মাসিক বৃত্তি হবে ৮,০০০ টাকা।
পদের নাম
Diploma Apprentice
মোট শূন্যপদ : ১১১ টি। নীচে বিস্তারিত বিবরণ তুলে ধরা হল-
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করা প্রার্থীরা এই পদে আবেদনযোগ্য।
মাসিক বৃত্তি : এই বিভাগের অন্তর্গত শিক্ষানবিশ প্রার্থীদের মাসিক বৃত্তি হবে ৮,০০০ টাকা।
চাকরির খবর : পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, অনলাইনে শুরু হল আবেদন।
পদের নাম
Graduate Apprentice
মোট শূন্যপদ : ১৮৬ টি। নীচে বিস্তারিত বিবরণ তুলে ধরা হল-
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক উত্তীর্ন হলে আবেদনযোগ্য।
মাসিক বৃত্তি : এই বিভাগের অন্তর্গত শিক্ষানবিশ প্রার্থীদের মাসিক বৃত্তি হবে ৯,০০০ টাকা।
আবেদন পদ্ধতি
ITI Apprentice প্রার্থীদের www.nats,gov.in ওয়েবসাইটে ও Diploma Apprentice & Graduate Apprentice প্রার্থীদের https://portal.mhrdnats.gov.in/ ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর নিচে দেওয়া গুগল ফর্মটি ফিলাপ করে আবেদন পদ্ধতি সম্পন্ন করতে হবে। প্রার্থীরা চাইলে নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করেও সরাসরি আবেদন জানাতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন আবেদন (ITI Apprentice) : | Registration |
অনলাইন আবেদন (Diploma & Graduate Apprentice) : | Registration |
অনলাইন আবেদন (Google Form) : | Apply Now |
আরেকটি চাকরি : পশ্চিমবঙ্গের জেলা দপ্তরে একাধিক শূন্যপদে গ্রুপ D কর্মী নিয়োগ চলছে, তাড়াতাড়ি করে নিন আবেদন।