জিন থেরাপি প্রয়োগ করে মানুষের বয়স কমিয়ে ফেলা সম্ভব, গবেষণাপত্র প্রকাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Harvard University Research: আমাদের অনেকেই মৃত্যুকে অত্যন্ত ভয় পাই। সে বিষয়ে কথা পর্যন্ত বলতে সাহস পাইনা। কিন্তু মানুষের জীবনে বার্ধক্য দশা আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর তারপরই আসে মৃত্যু। তাই বুড়ো হওয়ার আগে পর্যন্ত আমরা সবসময় নিজের যৌবনকালকে ভীষণ উপভোগ করে থাকি। শরীর আকর্ষণীয় করে তুলতে জিমে গিয়ে কসরত চলে। টানটান চামড়াকে আরও সাজিয়ে তোলার জন্য প্রতিনিয়ত বিভিন্ন উপায়ে যত্ন নেওয়া হয়। এক কথায় বলা যায়, মানব জাতির সকলেরই স্বপ্ন, চিরকালই রূপ-লাবণ্য নিয়ে বেঁচে থাকার। আর সেটা হলে কি ভালোই না হতো বলুন? জাতির এই আশা হয়তো পূরণ হতে চলেছে এবার! হ্যাঁ সত্যি! অন্তত হারভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তো এমনটাই আশা দেখাচ্ছেন।

গবেষকের নাম, ডেভিড সিনক্লের। তিনি এবং তাঁর টিম মিলে ‘বার্ধক্যের বিপরীত’ অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয়- Reverse Aging নিয়ে গবেষণা চালাচ্ছেন। তাঁর দাবী, সম্প্রতি তাঁরা একটি জিন থেরাপি পদ্ধতি আবিষ্কার করেছেন যার ফলে, বয়সের গণনা বিপরীতমুখী করা সক্ষম, আর এই থেরাপি এক সপ্তাহের মধ্যেই ফলাফল দেখানো শুরু করবে!

আমেরিকান নিউজ সংস্থা নিউ ইয়র্ক পোস্ট এর সূত্র মারফৎ জানা যায়, গবেষণাপত্রটি তাঁরা সম্প্রতি মেডিকেল জার্নাল ‘Aging’ এও প্রকাশ করেছেন। এছাড়াও, গবেষক ডেভিড সিনক্লের গত ১২-ই জুলাই অনেকগুলি টুইট করেন, তাতে তিনি তাঁর এই অভাবনীয় গবেষণার সাফল্য সম্পর্কে বিশ্ববাসীকে জানান।

এতে তিনি লিখেছেন, “আমরা আগেও দেখিয়েছি, কিভাবে জিন থেরাপির মাধ্যমে, মানুষের ভ্রূণীয় জিনকে জাগিয়ে তুলে বয়স উল্টে বয়সের পরিবর্তন সম্ভব। এবার আমরা বলছি, বিভিন্ন রাসায়নিকের সমন্বয়ে তৈরী এই থেরাপি সেটি সত্যি করে, সহজলোভ্য পুনর্যৌবন ঘটাতে সক্ষম”

জেনেটিক্স বিষয়ের এই অধ্যাপক জানিয়েছেন, তিনি এবং তাঁর টিম গত তিন বছর ধরে হার্ভার্ড মেডিকেল স্কুলে এই বিষয়ে গবেষণা চালাচ্ছেন। শরীরের মধ্যে থাকা অনুগুলি, যারা বয়সকে কমাতে সাহায্য করবে সেগুলি খুঁজতে তাঁরা বানর এবং ইঁদুরের ওপর পরীক্ষা চালান, আর তাতেই এবার মিলেছে সাফল্য!

এটিও পড়ুন : শুরু হয়ে গেলো নবান্ন স্কলারশিপের অনলাইন আবেদন, প্রত্যেকে পাবে ১০০০০ টাকা!

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment