GRSE Ltd Recruitment 2023: Garden Reach Shipbuilders & Engineers Ltd (GRSE Ltd) এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষানবিশ পদে আবেদনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে শুরু করে প্রফেশানাল ডিগ্রিধারী সকলেই এই পদগুলিতে আবেদনযোগ্য, পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য প্রার্থীরা নীচে উল্লেখিত মানদণ্ডের সাথে নিজের যোগ্যতা বিচারের পর অনলাইনে আবেদন জানাতে পারবেন।
নিয়োগকারী সংস্থা | Garden Reach Shipbuilders & Engineers Ltd (GRSE Ltd) |
Advertisement no. | APP:01/23 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://grse.in/ |
মোট শূন্যপদ | ২৪৬ টি। |
আবেদন শুরু | ৩০.০৯.২০২৩ |
আবেদন শেষ | ২৯.১০.২০২৩ |
পদের নাম
Trade Apprentice (Fresher)
মোট শূন্যপদ : ৪০ টি।
ট্রেডের নাম : প্রার্থীদের Fitter, Welder (Gas & Electric), Electrician, Pipe Fitter, Machinist -এইসব ট্রেডে ট্রেনিং দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৪ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২০ বছরের মধ্যে। তবে SC/ST/OBC/PH শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড হবে প্রথম বছর ৬০০০ টাকা ও দ্বিতীয় বছর ৬৬০০ টাকা।
ট্রেনিং এর স্থান : কলকাতা।
চাকরির খবর : কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নন-টিচিং স্টাফ নিয়োগ, আবেদন চলবে ১৪ ই অক্টোবর পর্যন্ত।
পদের নাম
Trade Apprentice (Ex-ITI)
মোট শূন্যপদ : ১৩৪ টি।
ট্রেডের নাম : প্রার্থীদের মোট ১৬ টি বিভাগে ট্রেনিং দেওয়া হবে (নামগুলি বিজ্ঞপ্তিতে দেখে নিন)
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে AITT(CTS) পাশ ও NCVT দ্বারা সার্টিফাই করা NTC থাকলে আবেদন জানাতে পারেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৪ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তবে SC/ST/OBC/PH শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড হবে ৭০০০ টাকা অথবা ৭৭০০ টাকা।
ট্রেনিং এর স্থান : কলকাতা অথবা রাঁচি।
**এছাড়াও Graduate Apprentice ও Technician Apprentice পদেও একাধিক বিভাগীয় ট্রেডে ট্রেনিং দেওয়া হবে।
চাকরির খবর : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি।
প্রার্থী বাছাই পদ্ধতি
বিজ্ঞপ্তিতে চাওয়া একাডেমিক মার্কস এর ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করে উপযুক্ত প্রার্থীদের ট্রেনিং এর জন্য বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের উপরিউক্ত সবকয়টি পদে আবেদনের জন্য সংস্থার অফিসিয়াল সাইট “www.grse.nic.in” অথবা “https://jobapply.in/grse2023app” -তে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীরা সরাসরি আবেদন জানাতে চাইলে নীচে দেওয়া লিংকে ক্লিক করেও আবেদন সম্পন্ন করতে পারেন এবং আবেদন শেষে, আবেদন করা ফর্মটির একটি প্রিন্টআউট বের করে নেবেন প্রার্থীরা।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন আবেদন : | Apply Now |
চাকরির খবর : কেন্দ্রীয় সরকারে গ্রুপ সি বিভাগে নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।
মক টেস্ট : বলুন তো, জোনাকি পোকায় কি কারণে আলো জ্বলে? – দেখুন আজকের বাছাই করা ১০ টি প্রশ্নোত্তর।