যদি আপনি ব্যাংকের চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর! IBPS এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এতে মোট ৭৩৬ জন ব্যাঙ্ক কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যেসকল চাকরিপ্রার্থীরা ব্যাঙ্কে চাকরির জন্য আবেদনে ইচ্ছুক, তারা আগামী ২১.০৬.২০২৩ এর মধ্যে অনলাইন আবেদন জানাতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্যাদি নীচে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা | Institute of Banking Personnel Selection (IBPS) |
পরীক্ষার নাম | CRP RRBs XII |
অফিসিয়াল ওয়েবসাইট | www.ibps.in |
মোট শূন্যপদ | ৭৩৬ টি। |
আবেদন শুরু | ০১.০৬.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৬.২০২৩ |
অফিস অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদের সংখ্যা
- বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক – ৪০০ টি।
- পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক – ৩৬ টি।
- উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক – ১১৯ টি।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে শূন্যপদের সংখ্যা
- বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক – ১০০ টি।
- পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক – ৪০ টি।
- উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক – ৪১ টি।
শিক্ষাগত যোগ্যতা
অফিস অ্যাসিস্ট্যান্ট – যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ন হয়ে থাকলেই এই পদে আবেদন করা যাবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ন হয়ে থাকলেই এই পদে আবেদন করা যাবে।
বয়সসীমা
অফিস অ্যাসিস্ট্যান্ট – ০১.০৬.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ০১.০৬.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৮ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
চাকরির খবর : সশস্ত্র সীমা বলে (SSB) কয়েকশো কনস্টেবল পদে নিয়োগের আবেদন চলছে।
প্রার্থী বাছাই পদ্ধতি
- Pre-Exam Training (PET)
- প্রিলিমিনারি পরীক্ষা
- মেইন পরীক্ষা
- ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ তারিখ
Pre-Exam Training (PET) | ১৭.০৭.২০২৩ থেকে ২২.০৭.২০২৩ |
প্রিলিমিনারি পরীক্ষা | আগস্ট ২০২৩ |
প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল | আগস্ট/সেপ্টেম্বর ২০২৩ |
মেইন পরীক্ষা | সেপ্টেম্বর ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিস অ্যাসিস্ট্যান্ট – Apply Now
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – Apply Now
অফিসিয়াল নোটিশ – Read Now