সরকার পোষিত বিদ্যালয়ে ক্লার্ক ও সহকারী শিক্ষক পদে নিয়োগ শুরু, কিভাবে করবেন আবেদন জেনে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

School Recruitment: রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়, শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতনের তরফে বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে ক্লার্ক ও সহকারী শিক্ষক শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। রাজ্যের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরাই এই পদগুলিতে আবেদনযোগ্য। আগামী ৩১.০৮.২০২৩ পর্যন্ত অফলাইনের মাধ্যমে আবেদন চলবে, ইচ্ছুক চাকরি প্রার্থীরা উল্লেখ্য পদের যোগ্যতাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা Drishtideep Shikshaniketan
Advertisement no. 40/RSDS/2023
অফিসিয়াল ওয়েবসাইট https://birbhum.gov.in/
মোট শূন্যপদ  ২ টি।
আবেদন শুরু ০১.০৮.২০২৩
আবেদন শেষ ৩১.০৮.২০২৩

পদের নাম

Clerk-cum-Typist

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে টাইপ করতে জানতে হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ROPA- ২০১৯ অনুসারে মাসিক বেতন হবে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা।

চাকরির খবর : পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, অনলাইনে শুরু হল আবেদন।

পদের নাম

Asstt. Teacher

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য, তবে স্নাতক উত্তীর্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সেইসাথে “Teaching of the Blind” নিয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ROPA- ২০১৯ অনুসারে মাসিক বেতন হবে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা।

নিয়োগ পদ্ধতি

  1. লিখিত পরীক্ষা (নাও হতে পারে)
  2. টাইপিং টেস্ট
  3. ইন্টারভিউ

আবেদন পদ্ধতি

উল্লেখ্য দুটি পদেই সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য যে পদে আবেদন করতে চান, সেই পদের জন্য আবেদনপ্রত্রটি নিচের লিংক থেকে সংগ্রহ করে প্রিন্ট আউট বের করে নিন। তারপর সেটি নির্ভুলভাবে ফিলাপ করে নিচের ঠিকানায় পোস্ট করে দিন পোস্ট অফিস কিংবা কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তবে মনে রাখবেন, আবেদনপত্রটি পৌঁছাতে হবে আগামী ৩১.০৮.২০২৩ এর মধ্যে।

আবেদনের ঠিকানা

The Member Secretary, Sri Sri Ramkrishna Satyananda Dristideep Sikshaniketan
Kalidanga, P.O.- Kharbona, P.S. – Rampurhat
Dist. Birbhum – 731233 (W.B)

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
আবেদন ফর্ম (ক্লার্ক) Apply Now
আবেদন ফর্ম (শিক্ষক)
Apply Now

আরেকটি চাকরি : হিন্দুস্তান এরোনটিক্স এ ৬৪৭ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারি।

মক টেস্ট : জেল পুলিশ ও আসন্ন ফুড SI পরীক্ষার জন্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment