Primary School Recruitment: সম্প্রতি রাজ্যের দুই সরকারি সহায়তাপ্রাপ্ত খ্রিষ্টান সংখ্যালঘু প্রাইমারি স্কুলে শিক্ষক/শিক্ষিকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই শূন্যপদগুলিতে রাজ্যের যেকোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ স্থায়ীপদে এই শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞাপনের সমস্ত তথ্যগুলি নিচে সবিস্তারে তুলে ধরা হল-
নিয়োগকারী সংস্থা | সেন্ট গ্যাব্রিয়েলস প্রাথমিক বিদ্যালয় এবং কেওরাপুকুর U.C.N.I বালিকা প্রাথমিক বিদ্যালয়। |
Advertisement no. | – |
অফিসিয়াল ওয়েবসাইট | – |
মোট শূন্যপদ | ৮ টি। |
আবেদন শুরু | ১৯.০৭.২০২৩ |
আবেদন শেষ | ০৪.০৮.২০২৩ |
পদের নাম
সহকারী শিক্ষক
স্কুলের নাম : কেওরাপুকুর U.C.N.I বালিকা প্রাথমিক বিদ্যালয়।
মোট শূন্যপদ : ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীদের সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে, যেকোনো শাখায় ন্যূনতম ৫০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ (তপশিলি ও OBC প্রার্থীদের ক্ষেত্রে ৪৫%) এবং সেইসাথে ২ বছরের D. EL. Ed অথবা B. Ed কোর্স করে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২০ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
পদের নাম
সহকারী শিক্ষক
স্কুলের নাম : সেন্ট গ্যাব্রিয়েলস প্রাথমিক বিদ্যালয়।
মোট শূন্যপদ : ২ টি।
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীদের সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে, যেকোনো শাখায় ন্যূনতম ৫০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ (তপশিলি ও OBC প্রার্থীদের ক্ষেত্রে ৪৫%) এবং সেইসাথে ২ বছরের D. EL. Ed অথবা B. Ed কোর্স করে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২০ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
চাকরির খবর : এয়ারপোর্টে কয়েকশো শূন্যপদে অফিস স্টাফ নিয়োগ, অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ।
পদের নাম
প্রধান শিক্ষক/শিক্ষিকা
স্কুলের নাম : কেওরাপুকুর U.C.N.I বালিকা প্রাথমিক বিদ্যালয়।
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীদের সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে, যেকোনো শাখায় ন্যূনতম ৫০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ (তপশিলি ও OBC প্রার্থীদের ক্ষেত্রে ৪৫%) এবং সেইসাথে সরকার স্বীকৃত কোনো প্রাথমিক বিদ্যালয়ে ৩ বছরের পড়ানোর অভিজ্ঞতা ও ২ বছরের D. EL. Ed অথবা B. Ed কোর্স করে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২০ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি
উল্লেখ্য পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে, প্রথমে যে পদে আবেদন জানাবেন সেই পদের নাম উল্লেখ করে সেক্রেটারির উদ্দেশ্যে একটি আবেদন লিখতে হবে, তারপর আধার কার্ড সহ যাবতীয় ডকুমেন্টস সেল্ফ এটাস্টেড করে প্রতিটির ২টি করে কপি যে স্কুলে আবেদন করবেন, সেই স্কুলের ঠিকানায় পোস্ট করে পাঠাতে হবে। মনে রাখবেন, আবেদনের শেষ তারিখ অর্থাৎ ০৪.০৮.২০২৩ এর মধ্যে আবেদনপত্রটি পৌঁছতে হবে।
আবেদনের ঠিকানা
১) সেক্রেটারি, সেন্ট গ্যাব্রিয়েলস (Aided) প্রাথমিক বিদ্যালয় P.O+P.S-ক্যানিং, Dist- দক্ষিণ ২৪ পরগণা, পিন নং-743329
২) সেক্রেটারি, সচিব কেওড়াপুকুর U.C.N.I বালিকা প্রাথমিক বিদ্যালয়। 36, মহাত্মা গান্ধী রোড, পশ্চিম পুটিয়ারি, P.S- হরিদেবপুর, কোল-700082
আবেদন মূল্য
বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্যপদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য দিতে হবেনা।
এটিও পড়ুন : পুরোনো ধাঁচের কম্পিউটার কোর্সের দিন শেষ, উচ্চমাধ্যমিকের পর এই তিনটি কোর্স করে পান নিশ্চিৎ চাকরি।