জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য, General Knowledge একটি গুরুত্বপূর্ণ বিষয় যার ঠিকঠাক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। এটি বিশ্ব, জাতি এবং বর্তমান ঘটনা সম্পর্কে সামগ্রিক সচেতনতা বাড়ায়, যা পরীক্ষার্থীদের SSC MTS, Group D, State Police এবং আরও অনেক কিছুর মতো পরীক্ষায় পারদর্শী হতে সক্ষম করে। General Knowledge এই পরীক্ষাগুলির একটি মূল উপাদান, যা একজন প্রার্থীর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আপ-টু-ডেট বোঝার ক্ষমতা প্রদর্শন করে। আজকের প্রতিবেদনে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করে ১০ টি General Knowledge Questions & Answers নিয়ে এলাম সকল পরীক্ষার্থীদের জন্য।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
ক. জনাব ইউনিস।
খ. জর্জ থমসন।
গ. জব চার্নক।
ঘ. রবার্ট বয়েল।
View Answer
২) GDP এর Full Form কি?
ক. Gross Domestic Product
খ. Global Domestic Product
গ. Growth Domestic Product
ঘ. কোনটিই নয়।
View Answer
৩) ক্লোরোফিল বিহীন একটি উদ্ভিদ হল –
ক. আম।
খ. ধান।
গ. গম।
ঘ. স্বর্ণলতা।
View Answer
৪) চা উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
ক. প্রথম।
খ. দ্বিতীয়।
গ. তৃতীয়।
ঘ.।
View Answer
৫) কোন দেশের সামুদ্রিক উপকূলরেখা সর্বাপেক্ষা দীর্ঘতম?
ক. আমেরিকা।
খ. জাপান।
গ. চিন।
ঘ.।
View Answer
শিক্ষার খবর : চিরাচরিত নিয়ম সম্পূর্ণ পাল্টে গেল, এবার থেকে নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক!
৬) শনি গ্রহের বলয় সংখ্যা কত?
ক. ছয়টি।
খ. সাতটি।
গ. আটটি।
ঘ.
View Answer
৭) বায়ো গ্যাসের প্রধান জ্বালানি কি?
ক. হাইড্রোজেন।
খ. মিথেন।
গ. অক্সিজেন।
ঘ. হাইড্রোজেন সালফাইট।
View Answer
৮) কে প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে একটি মেডেল জেতেন?
ক. মিলখা সিং।
খ. পি.টি. ঊষা।
গ. কারনাথ মালেশ্বরী।
ঘ.।
View Answer
৯) আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?
ক. ১৯০৬ সালে।
খ. ১৯০৭ সালে।
গ. ১৯০৮ সালে।
ঘ. ১৯১১ সালে।
View Answer
১০) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. লর্ড ক্যানিং।
খ. লর্ড মাউন্টব্যাটেন।
গ. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
ঘ. ওয়ারেন হেস্টিংস।
View Answer
চাকরির খবর : কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক যোগ্যতায় ৩৩৮ টি শূন্যপদে নিয়োগ চলছে, সরাসরি অনলাইনে আবেদন করুন।
আরেকটি মক টেস্ট : জানেন কি, সতীদাহ প্রথা যখন নিষিদ্ধ ঘোষণা হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?