বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর : General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Miscellaneous Services, WPSC Clerk এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।
বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর
১) রসায়নের জনক কাকে বলা হয়?
ক. রবার্ট বয়েল।
খ. মাদাম কুরি।
গ. গে-লুসাক।
ঘ. ডারউইন।
View Answer
২) ভারতের প্রাচীনতম লিপির নাম কি?
ক. জুনাগড় লিপি।
খ. ইরানীয় লিপি।
গ. ব্রাহ্মী লিপি।
ঘ. খালিমপুর লিপি।
View Answer
৩) ভারতের আইনস্টাইন কাকে বলা হয়?
ক. আর্যভট্ট।
খ. বরাহমিহির।
গ. কনিষ্ক।
ঘ. নাগার্জুন।
View Answer
৪) ‘সাহেব বিবি গোলাম’ -এই বিখ্যাত উপন্যাসটির লেখক কে?
ক. সুনীল গঙ্গোপাধ্যায়।
খ. আশাপূর্ণা দেবী।
গ. বিমল মিত্র।
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
View Answer
৫) কিউই কোন দেশের জাতীয় প্রতীক?
ক. নিউজিল্যান্ড।
খ. জাপান।
গ. কানাডা।
ঘ. পোল্যান্ড।
View Answer
চাকরির খবর : কেন্দ্রীয় ইনস্টিটিউটে আবারও MTS পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন চলছে অনলাইনে।
৬) কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
ক. লাল।
খ. সবুজ।
গ. গেরুয়া।
ঘ. বেগুনি।
View Answer
৭) ঝিনুকের রেচন অঙ্গের নাম কি?
ক. দেহতল।
খ. কক্সাল গ্রন্থি।
গ. কেবারের অঙ্গ।
ঘ. ফ্লেমকোষ।
View Answer
চাকরির খবর : কেন্দ্রীয় মুক্ত বিদ্যালয়ে নন-টিচিং স্টাফ পদে নিয়োগ, ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।
৮) কোন ধারাকে সংবিধানের আত্মা বলা হয়?
ক. ৩২ নং ধারাকে।
খ. ৩৫২ নং ধারাকে।
গ. ৩৫৬ নং ধারাকে।
ঘ. ১৯ নং ধারাকে।
View Answer
৯) আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে?
ক. ১৭৭০ সালে।
খ. ১৭৭২ সালে।
গ. ১৭৭৪ সালে।
ঘ. ১৭৭৬ সালে।
View Answer
১০) সূর্য প্রধানত যে উপাদান গুলি দ্বারা সৃষ্ট তা হল –
ক. হাইড্রোজেন ও হিলিয়াম।
খ. হাইড্রোজেন ও নিয়ন।
গ. ইড্রোজেন ও জেনন।
ঘ. হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইড।
View Answer
আরেকটি মক টেস্ট : কোলকাতায় সুপ্রিমকোর্ট কবে প্রতিষ্ঠা হয়? – মোট ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখুন।