Food SI General Knowledge- দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? – বিগত বছরের ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই রাজ্য ও কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় কোন সাগর?

ক. ভূমধ্যসাগর।

খ. ক্যারিবিয়ান সাগর।

গ. লোহিত সাগর।

ঘ. চীন সাগর।

View Answer

উঃ ক্যারিবিয়ান সাগর

২) আমীর খসরু কার সভাকবি ছিলেন?

ক. আলাউদ্দিন খলজি।

খ. গিয়াসউদ্দিন তুঘলক।

গ. আকবর।

ঘ. বলবন।

View Answer

উঃ আলাউদ্দিন খলজি।

৩) জাতীয় ফরেষ্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে?

ক. নয়া দিল্লি।

খ. চন্ডীগড়ে।

গ. দেরাদুন।

ঘ. ইন্দোর।

View Answer

উঃ দেরাদুন।

৪) ফার্সি ভাষায় কে রামায়ণ অনুবাদ করেন?

ক. বদাউনি।

খ. কৃত্তিবাস।

গ. কৈলাস বসু।

ঘ. ভবানি দাস।

View Answer

উঃ বদাউনি

৫) বিশ্ববিদ্যালয় ও পাঠাগার কোন সম্পদের অন্তর্ভুক্ত?

ক. জাতীয় সম্পদ।

খ. মানবিক সম্পদ।

গ. প্রাকৃতিক সম্পদ।

ঘ. সামাজিক সম্পদ।

View Answer

উঃ সামাজিক সম্পদ।

চাকরির খবর : রাজ্যে হাইওয়ে অথোরিটির প্রজেক্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে নিয়োগ।

৬) দীর্ঘ দৃষ্টি সমস্যা মেটাতে কোন লেন্স ব্যবহার করা হয়?

ক. উত্তল লেন্স।

খ. অবতল লেন্স।

গ. সমগামী লেন্স।

ঘ. উত্তল ও অবতল লেন্স

View Answer

উঃ উত্তল লেন্স

৭) উডের ডেসপ্যাচ ঘোষিত হয় কত সালে?

ক. ১৮৫৪ সালে।

খ. ১৮৫৬ সালে।

গ. ১৮৫৮ সালে।

ঘ. ১৮৬০ সালে।

View Answer

উঃ ১৮৫৪ সালে।

৮) দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?

ক. চোখ।

খ. কান।

গ. ত্বক।

ঘ.

View Answer

উঃ ত্বক

চাকরির খবর : কেন্দ্র সরকারি ওয়্যারহাউসগুলিতে নন-টেকনিক্যাল ও অন্যান্য পদে নিয়োগ, বেতন রয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকা।

৯) বিবর্তনবাদের ধারণাটি কার?

ক. নিউটন।

খ. ডালটন।

গ. ডারউইন।

ঘ. রবার্ট বয়েল।

View Answer

উঃ ডারউইন।

১০) দক্ষিণ আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত?

ক. ডাউনস

খ. প্রেইরী।

গ. সাভানা।

ঘ. পম্পাস।

View Answer

উঃ পম্পাস।

এইগুলিও পড়ুন : 

আরেকটি চাকরির খবর : ৮৪৮৬৬ শূন্যপদ নয়, শূন্যপদ আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে – জেনে নিন বিস্তারিত।

আরেকটি মক টেস্ট : বলুন তো, বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? – জেনে নিন ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now