WBPSC General Knowledge: বলুন তো, জোনাকি পোকায় কি কারণে আলো জ্বলে? – দেখুন আজকের বাছাই করা ১০ টি প্রশ্নোত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

বাংলা GK প্রশ্ন উত্তর 2023: General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

১)  হিমমিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত?

ক. ১:২

খ. ২:১

গ. ১:৩

ঘ. ৩:১

View Answer

উঃ ৩:১

২) ভারত ও চিনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার নাম কি?

ক.  রেডক্লিফ রেখা।

খ. ম্যাকমোহন রেখা।

গ. ডুরান্ড রেখা।

ঘ. সমান্তর রেখা।

View Answer

উঃ ম্যাকমোহন রেখা।

৩) অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত?

ক. মহাবীর।

খ. শ্রী চৈতন্যদেব।

গ. গুরুনানক।

ঘ. গৌতম বুদ্ধ।

View Answer

উঃ গৌতম বুদ্ধ।

৪) পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

ক. মহেন্দ্রগিরি।

খ. জিন্দাগারা।

গ. নীলগিরি।

ঘ. আনাইমুদি

View Answer

উঃ জিন্দাগারা

৫) রামচরিত মানস কার লেখা?

ক. জয়দেব।

খ. তুলসীদাস।

গ. হরিসেন।

ঘ. হর্ষবর্ধন।

View Answer

উঃ তুলসীদাস।

৬) অম্লবৃষ্টির মূল উপাদান কোনটি?

ক. CO2

খ. O2

গ. SO2

ঘ. H2O

View Answer

উঃ SO2

চাকরির খবর : কেন্দ্রীয় সরকারে গ্রুপ সি বিভাগে নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

৭) জোনাকি পোকায় আলো জ্বলে কি কারণে?

ক. থার্মাইট।

খ. ক্লোরোপিকরিন।

গ. ফসফরাস ডাইহাইড্রাইট।

ঘ. ইথানল মারকাপ্টান।

View Answer

উঃ ফসফরাস ডাইহাইড্রাইট

৮) কোন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যালোকের দিকে বেঁকে যায়?

ক. সাইটোকাইনিন।

খ. অক্সিন।

গ. জিব্বারেলিন।

ঘ. কাইলিন।

View Answer

উঃ অক্সিন

৯) চোল বংশের শেষ শাসকের নাম কি?

ক. রাজেন্দ্র চোল।

খ. দ্বিতীয় রাজেন্দ্র চোল।

গ. তৃতীয় রাজেন্দ্র চোল।

ঘ. বাজিরাও।

View Answer

উঃ তৃতীয় রাজেন্দ্র চোল

১০) সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা কত?

ক. ৬২ বছর

খ. ৬৫ বছর।

গ. ৬৭ বছর।

ঘ. ৭৫ বছর।

View Answer

উঃ ৬৫ বছর।

এইগুলিও পড়ুন : 

আরেকটি চাকরির খবর : রাজ্যের স্বাস্থ্য বিভাগে স্টাফ নার্স ও অন্যান্য বিভাগে শতাধিক শূন্যপদ, আবেদন চলছে অনলাইনে।

আরেকটি মক টেস্ট : বলুন দেখি, রাজ্যের আইনসভার উচ্চ কক্ষটির নাম কি? – মোট ১০ টি প্রশ্নের উত্তর দেখে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now