Food SI General Knowledge- বলুন তো, বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? – জেনে নিন ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই রাজ্য ও কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম দেশ কোনটি?

ক. ভারত।

খ. জার্মানি।

গ. চীন।

ঘ. কানাডা।

View Answer

উঃ চীন

২) বিধান চন্দ্র রায়ের স্মরণে প্রতি বছর ডাক্তার দিবস পালন করা হয় কবে?

ক. ১লা জুন।

খ. ১লা জুলাই।

গ. ১লা আগস্ট।

ঘ. ১লা মে।

View Answer

উঃ ১লা জুলাই।

৩) মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ছিল?

ক. বোলান নদী।

খ. সিন্ধু নদী।

গ. ইরাবতী নদী।

ঘ. জোব নদী।

View Answer

উঃ বোলান নদী।

৪) ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি?

ক. নন্দাদবী।

খ. নীলগিরি।

গ. মীরাট।

ঘ. কানপুর।

View Answer

উঃ নীলগিরি

৫) কোদাল কোন শ্রেণির লিভার?

ক. প্রথম শ্রেণির।

খ. দ্বিতীয় শ্রেণির।

গ. তৃতীয় শ্রেণির।

ঘ. কোনো শ্রেণির লিভার নয়।

View Answer

উঃ প্রথম শ্রেণির।

চাকরির খবর : জেলা হাসপাতালে স্বাস্থ্য কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত।

৬) ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিলেন?

ক. সূর্য সেন।

খ. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

গ. পুলিনবিহারী দাস।

ঘ. সতীশচন্দ্র সামন্ত

View Answer

উঃ পুলিনবিহারী দাস

৭) সিঞ্চল জাতীয় অভয়ারণ্য কোথায় অবস্থিত?

ক. মালদা।

খ. দক্ষিণ 24 পরগণা।

গ. আলিপুরদুয়ার।

ঘ. দার্জিলিং।

View Answer

উঃ দার্জিলিং।

৮) ভারতের মহান বৃদ্ধ নামে কে পরিচিত ছিলেন?

ক. দাদাভাই নৌরজি।

খ. গান্ধিজি।

গ. দয়ানন্দ সরস্বতী।

ঘ.

View Answer

উঃ দাদাভাই নৌরজি

চাকরির খবর : কেন্দ্র সরকারি ওয়্যারহাউসগুলিতে নন-টেকনিক্যাল ও অন্যান্য পদে নিয়োগ, বেতন রয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকা।

৯) লেবুতে কোন অ্যাসিড থাকে?

ক. সাইট্রিক অ্যাসিড।

খ. অক্সালিক অ্যাসিড।

গ. নাইট্রিক অ্যাসিড।

ঘ. ল্যাকটিক অ্যাসিড।

View Answer

উঃ সাইট্রিক অ্যাসিড

১০) বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত?

ক. ২১ টি

খ. ২৩ টি।

গ. ২৫ টি।

ঘ. ২৭ টি।

View Answer

উঃ ২৫ টি।

এইগুলিও পড়ুন : 

চাকরির খবর : রাজ্যে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন করুন অনলাইনে।

আরেকটি মক টেস্ট : ভারতের কোন অভয়ারণ্যে কালো হরিণ দেখা যায়? – এমনই ১০ টি পরীক্ষায় কমন প্রশ্নের উত্তর জেনে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now