Food SI General Knowledge- বলুন দেখি, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? – জেনে নিন বাছাই করা ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য General Knowledge অপরিহার্য কারণ এটি বর্তমান বিষয়, ইতিহাস এবং সংস্কৃতি, বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়ায়। এটি সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়ায়, সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করে এবং SSC MTS, WBP, GD Constable, Food SI এবং  WBPSC -এর মতো পরীক্ষায় কর্মক্ষমতা বাড়ায়। যেসকল ছাত্রছাত্রীরা Food SI, জেল পুলিশ সহ অন্যান্য পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছো, তাদের জন্য রইল আজকের বাছাই করা ১০ টি General Knowledge MCQ

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) মাদার টেরেজা কতসালে ভারতরত্ন পুরস্কার পায়?

ক. ১৯৭৫ সালে।

খ. ১৯৭৭ সালে।

গ. ১৯৭৯ সালে।

ঘ. ১৯৮০ সালে।

View Answer

উঃ ১৯৮০ সালে

২) পিসিকালচার বলতে কি বোঝায়?

ক. মৎস্য চাষ।

খ. মৌমাছি পালন।

গ. উদ্যান পালন।

ঘ. হাঁস মুরগি পালন।

View Answer

উঃ মৎস্য চাষ।

৩) মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার?

ক. প্রথম শ্রেণির।

খ. দ্বিতীয় শ্রেণির।

গ. তৃতীয় শ্রেণির।

ঘ. চতুর্থ শ্রেণির।

View Answer

উঃ তৃতীয় শ্রেণির।

৪) আমজাদ আলী খাঁ কোন যন্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত?

ক. বীণা।

খ. সরোদ।

গ. বেহালা।

ঘ.

View Answer

উঃ সরোদ।

৫) সার্ক কত সালে গঠিত হয়?

ক. ১৯৮০ সালে।

খ. ১৯৮৫ সালে।

গ. ১৯৮৮ সালে।

ঘ. ১৯৯০ সালে।

View Answer

উঃ ১৯৮০ সালে।

চাকরির খবর : ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৬১৬০ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ, অনলাইন আবেদন শুরু।

৬) আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে?

ক. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

খ. অর্থ দপ্তর।

গ. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ঘ.

View Answer

উঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

৭) পুলিশি ব্যবস্থার সংরক্ষণ কে করেন?

ক. ওয়ারেন হেস্টিংস।

খ. লর্ড কর্নওয়ালিস।

গ. লর্ডওয়েলেসলি।

ঘ. লর্ডরিপন।

View Answer

উঃ লর্ড কর্নওয়ালিস।

৮) পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?

ক. শিউলি।

খ. রজনীগন্ধা।

গ. টগর।

ঘ.

View Answer

উঃ শিউলি

৯) Long walk to freedom গ্রন্থের রচয়িতা কে?

ক. মধুসূদন দত্ত।

খ. নেতাজী সুভাষচন্দ্র।

গ. নেলসন ম্যান্ডেলা।

ঘ. মহাত্মা গান্ধী।

View Answer

উঃ নেলসন ম্যান্ডেলা।

১০) কুচিপুড়ি ধ্রুপদী নৃত্য কোথাকার?

ক. তামিলনাড়ু।

খ. মণিপুর।

গ.কেরালা।

ঘ. অন্ধ্রপ্রদেশ।

View Answer

উঃ অন্ধ্রপ্রদেশ।

আরেকটি চাকরি : সব ক্লাসের ছাত্রছাত্রীরাই পাবে টাকা, সহজেই আবেদন করুন অনলাইনে।

মক টেস্ট : বলতে পারবেন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? চাকরির পরীক্ষায় আসা ১০ টি কমন প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment