Food SI General Knowledge- বলতে পারবেন, উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? – বার বার পরীক্ষায় আসা ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই রাজ্য ও কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে?

ক. রাজা রামমোহন রায়।

খ. আত্মারাম পান্ডুরঙ্গ।

গ. ডিরোজিও।

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর।

View Answer

উঃ রাজা রামমোহন রায়।

২) ভাংরা কোন রাজ্যের বিখ্যাত নৃত্য?

ক. পাঞ্জাব।

খ. হরিয়ানা।

গ. তামিলনাডু।

ঘ. ছত্রিশগড়।

View Answer

উঃ পাঞ্জাব।

৩) থর মরুভূমির একমাত্র নদীটির নাম কি?

ক. ফাল্গুন।

খ. লুনি।

গ. ঘিয়া।

ঘ. শিলাই।

View Answer

উঃ লুনি।

৪) খেলরত্ন পুরস্কারের নতুন নাম কি?

ক. রাজীব গান্ধী খেলরত্ন।

খ. ইন্দিরা গান্ধী খেলরত্ন।

গ. প্রধানমন্ত্রী খেলরত্ন।

ঘ. মেজর ধ্যানচাঁদ খেলরত্ন।

View Answer

উঃ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন

৫) স্তন্যপায়ী প্রাণীদের কয় ধরণের দাঁত থাকে?

ক. এক ধরণের।

খ. দুই ধরণের।

গ. তিন ধরণের।

ঘ. চার ধরণের।

View Answer

উঃ চার ধরণের।

চাকরির খবর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৪৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদন শুরু হল অনলাইনে।

৬) কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?

ক. এটেল।

খ. দোঁয়াস।

গ. পলি।

ঘ. বালি

View Answer

উঃ এটেল

৭) মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন?

ক. ১৯০২ সালে।

খ. ১৯০৯ সালে।

গ. ১৯১৫ সালে।

ঘ. ১৯২২ সালে।

View Answer

উঃ ১৯০৯ সালে।

৮) নীচের কোনটির সাথে শ্বেত বিপ্লব সম্পর্কিত?

ক. ডাল।

খ. দুধ।

গ. চিনি।

ঘ.

View Answer

উঃ দুধ

আরেকটি চাকরির খবর : পশ্চিমবঙ্গের রেল ডিভিশনগুলিতে মাধ্যমিক পাশে ৩১১৫ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ।

৯) উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি?

ক. মহানন্দা।

খ. জলঢাকা।

গ. তিস্তা।

ঘ. রায়ঢাক।

View Answer

উঃ তিস্তা।

১০) নিউট্রন কে আবিষ্কার করেন?

ক. রবার্ট হুক

খ. বেঞ্জামিন।

গ. আলেকজান্ডার ডাফ।

ঘ. জেমস চ্যাডউইক।

View Answer

উঃ জেমস চ্যাডউইক।

এইগুলিও পড়ুন : 

চাকরির খবর : রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে MTS ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ। 

মক টেস্ট : কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের রাজত্ব কালে ভারতে আসেন? – ১০ টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now