Food SI General Knowledge- বলুন দেখি, হরপ্পা অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত ছিল? জেনে নিন পরীক্ষায় আসা আরও ১০ টি প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য, General Knowledge একটি গুরুত্বপূর্ণ বিষয় যার ঠিকঠাক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। এটি বিশ্ব, জাতি এবং বর্তমান ঘটনা সম্পর্কে সামগ্রিক সচেতনতা বাড়ায়, যা পরীক্ষার্থীদের SSC MTS, Group D, State Police, Food SI, Warder এবং আরও অনেক কিছুর মতো পরীক্ষায় পারদর্শী হতে সক্ষম করে। General Knowledge এই পরীক্ষাগুলির একটি মূল উপাদান, যা একজন প্রার্থীর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আপ-টু-ডেট বোঝার ক্ষমতা প্রদর্শন করে। আজকের প্রতিবেদনে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করে ১০ টি General Knowledge Questions & Answers নিয়ে এলাম সকল পরীক্ষার্থীদের জন্য।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) পৃথিবীর মধ্যে অবস্থিত গভীরতম হ্রদটি হল-

ক. টিটিকাকা হ্রদ।

খ. সুপিরিয়র হ্রদ।

গ.ক্যাস্পিয়ন হ্রদ।

ঘ. বৈকাল হ্রদ।

View Answer

উঃ বৈকাল হ্রদ।

২) ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন?

ক. ফ্রান্সিস বেকন।

খ. মাইকেল ফ্যারাডে।

গ. রবার্ট বয়েল।

ঘ. রজার বেকন।

View Answer

উঃ মাইকেল ফ্যারাডে।

৩) খালসা বাহিনী কে প্রতিষ্ঠা করেন?

ক. গুরু গোবিন্দ সিংহ।

খ. গুরু রামদাস।

গ. গুরু নানক।

ঘ. গুরু অর্জুন দেব।

View Answer

উঃ গুরু গোবিন্দ সিংহ।

৪) কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে আসে?

ক. ১৯৪৬ সালে।

খ. ১৯৪৮ সালে।

গ. ১৯৫০ সালে।

ঘ. ১৯৪৫ সালে।

View Answer

উঃ ১৯৪৬ সালে

৫) টাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ?

ক. ভাইরাস।

খ. ছোঁয়াচে।

গ. বংশগত।

ঘ.

View Answer

উঃ

চাকরির খবর : ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

৬) বায়ুমণ্ডলের রক্ষাকবচ কাকে বলা হয়?

ক. ওজনস্তর।

খ. ক্ষুব্ধমণ্ডল।

গ. শান্ত মণ্ডল।

ঘ.

View Answer

উঃ ওজনস্তর

৭) বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে গঠিত হয়?

ক. ১৮৭৩ সালে।

খ. ১৮৫৪ সালে।

গ. ১৮৫২ সালে।

ঘ. ১৮৭৫ সালে।

View Answer

উঃ ১৮৭৫ সালে।

৮) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

ক. মহাত্মা গান্ধী।

খ. মদন মোহন মালব্য।

গ. জওহরলাল নেহেরু।

ঘ.

View Answer

উঃ মদন মোহন মালব্য।

৯) হরপ্পা অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত ছিল?

ক. সিন্ধু।

খ. রবি।

গ. চেনাব।

ঘ. শতদ্রু।

View Answer

উঃ রবি

১০) ভারতের কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে?

ক. গুজরাট।

খ. পশ্চিমবঙ্গ।

গ. আন্দামান ও নিকোবর।

ঘ.মধ্যপ্রদেশ।

View Answer

উঃ পশ্চিমবঙ্গ

আরেকটি চাকরি : জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে রাজ্যে ৭৬২ টি শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি, অনলাইনে করুন আবেদন।

আরেকটি মক টেস্ট : ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে পাওয়া যায়? -এছাড়াও রইলো বহুবার পরীক্ষায় আসা ১০ টি প্রশ্ন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment