Food SI General Knowledge : হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? – দেখুন ১০ টি বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর : General Knowledge হল একটি বিস্তৃত বিষয় যা ইতিহাস, ভূগোল, বর্তমান ঘটনা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। যদিও প্রতিটি বিষয় সম্পর্কে সবকিছু জানা অসম্ভব, তবে GK সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Miscellaneous Services, WPSC Clerk এর মতন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ফলাফল আশা করতে পারেন।

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর

১) মনসব কথাটির অর্থ কি?

ক. পদ বা পদমর্যাদা।

খ. সেনানায়ক।

গ. নিষ্কর ভূমিদান।

ঘ. ধর্মগ্রন্থ।

View Answer

উঃ পদ বা পদমর্যাদা।

২) RH ফ্যাক্টর কীসের সঙ্গে যুক্ত?

ক.  হৃদপিণ্ড।

খ. পাকস্থলী।

গ. রক্ত।

ঘ. ফুসফুস।

View Answer

উঃ রক্ত।

৩) নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল?

ক. হাতি।

খ. বাঘ।

গ. গন্ডার।

ঘ. সিংহ।

View Answer

উঃ বাঘ।

৪) কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়?

ক. ১৯৪৭ সালে।

খ. ১৯৪৮ সালে।

গ. ১৯৫১ সালে।

ঘ. ১৯৫৬ সালে

View Answer

উঃ ১৯৪৮ সালে

৫) জোংথা কোথাকার কথ্য ভাষা?

ক. নেপাল।

খ. ভুটান।

গ. মায়নমার।

ঘ. শ্রীলঙ্কা।

View Answer

উঃ ভুটান।

৬) মানুষের মস্তিষ্কের স্নায়ুর সংখ্যা কত?

ক. ১২ টি।

খ. ১২ জোড়া।

গ. ২২টি।

ঘ. ২২ জোড়া।

View Answer

উঃ ১২ জোড়া।

চাকরির খবর : WBPSC এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে প্রচুর নিয়োগ, আবেদন শুরু ৫-ই অক্টোবর থেকে।

৭) পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরণের দর্পন ব্যবহার করা হয়?

ক. উত্তল দর্পন।

খ.সমতল দর্পন।

গ. সমন্তরাল দর্পন।

ঘ. অবতল দর্পন।

View Answer

উঃ উত্তল দর্পন।

৮) হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা?

ক. রাজ্যপালের দ্বারা।

খ. প্রধানমন্ত্রীর দ্বারা।

গ. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির দ্বারা।

ঘ. রাষ্ট্রপতির দ্বারা।

View Answer

উঃ রাষ্ট্রপতির দ্বারা

৯) ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

ক. সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

খ. ডেভিড হেয়ার।

গ. কেশবচন্দ্র সেন।

ঘ. ডিরোজিও।

View Answer

উঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

১০) সমুদ্রের গভীরতা মাপার একককে কি বলে?

ক. ভ্যাস

খ. নটিক্যাল।

গ. ফ্যাদম।

ঘ. প্লান্ট।

View Answer

উঃ ফ্যাদম।

এইগুলিও পড়ুন : 

আরেকটি চাকরির খবর : কেন্দ্রীয় ইনস্টিটিউটে একাধিক গ্রুপ-C কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন চলছে।

আরেকটি মক টেস্ট : বলুন তো, ভারতের জাতীয় সংগীত গাইবার সময়সীমা কত? – এরকম মোট ১০ টি প্রশ্নের উত্তর জেনে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now