জেল পুলিশ ও আসন্ন ফুড SI পরীক্ষার জন্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর। General Knowledge MCQ

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

General Knowledge Practice Set: জেলপুলিশের আবেদন আজ থেকে শুরু হয়ে গেছে, আগামী দিনে রাজ্যের একাধিক দপ্তরে প্রচুর শূন্যপদে নিয়োগ হতে চলেছে। সেইসকল পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এর আগেও জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের প্র্যাক্টিস সেট প্রকাশ করেছি। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই প্রচেষ্টারই অগ্রগতি ঘটাব। নীচে প্রকাশিত হল রাজ্য ও কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষাগুলিতে আসা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা।

১)  ‘জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ক. ২৫শে এপ্রিল।

খ. ২২শে এপ্রিল।

গ. ২৪শে এপ্রিল।

ঘ. ২৮শে এপ্রিল।

View Answer

উঃ ২৪শে এপ্রিল।

২) রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

ক. দিল্লিতে।

খ. মুম্বাইয়ে।

গ. নাসিকে।

ঘ. দেরাদূনে।

View Answer

উঃ মুম্বাইয়ে।

৩) অমৃতস্বরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেছেন?

ক. গোবিন্দ দাস।

খ. গুরু নানক।

গ. গুরু রাধাকান্ত দাস।

ঘ. গুরু রামদাস।

View Answer

উঃ গুরু রামদাস।

৪) নীলনদ কোথায় পতিত হয়েছে?

ক. আরব সাগরে।

খ. ভূমধ্যসাগরে।

গ. লোহিত সাগরে।

ঘ.

View Answer

উঃ ভূমধ্যসাগরে

 

 চাকরির খবর : পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, অনলাইনে শুরু হল আবেদন।

 

৫) তেমুজিন কার প্রকৃত নাম?

ক. চেঙ্গিজ খান।

খ. মহম্মদ ঘোরী।

গ. ইব্রাহিম লোদী।

ঘ. জাহিদ উদ্দিন বাবর।

View Answer

উঃ চেঙ্গিজ খান।

৬) কোন হরমোন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে?

ক. ফোরিজেন।

খ. জিব্বারেলিন।

গ. সাইটোকাইনিন।

ঘ. অক্সিন।

View Answer

উঃ অক্সিন।

৭) প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে?

ক. গণদেবতা।

খ. প্রথম প্রতিশ্রুতি।

গ. পদাতিক।

ঘ. হাজার চুরাশির মা।

View Answer

উঃ গণদেবতা।

৮) World Book Day পালন করা হয় কবে?

ক. ২৫শে জুন।

খ. ২২শে এপ্রিল।

গ. ২৩শে এপ্রিল।

ঘ. ২৩শে মার্চ।

View Answer

উঃ ২৩শে এপ্রিল।

৯) কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়?

ক. ডায়নামো।

খ. ট্রান্সফরমার।

গ. ইলেকট্রোমিটার।

ঘ. মোটো।

View Answer

উঃ ডায়নামো।

১০) প্রাপ্ত বয়স্ক মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয়?

ক. হৃৎপিণ্ড।

খ. প্লীহা।

গ. লোহিত অস্থি মজ্জা।

ঘ. হলুদ অস্থি মজ্জা।

View Answer

উঃ লোহিত অস্থি মজ্জা।

 

এটিও দেখুন : WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১৩

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment