জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য General Knowledge অপরিহার্য কারণ এটি বর্তমান বিষয়, ইতিহাস এবং সংস্কৃতি, বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়ায়। এটি সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়ায়, সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করে এবং SSC MTS, WBP, GD Constable এবং WBPSC -এর মতো পরীক্ষায় কর্মক্ষমতা বাড়ায়। যেসকল ছাত্রছাত্রীরা Food SI, জেল পুলিশ সহ অন্যান্য পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছো, তাদের জন্য রইল আজকের বাছাই করা ১০ টি General Knowledge MCQ
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) বিশ্ব জলদিবস কবে পালন করা হয়?
ক. ৮ই মার্চ।
খ. ১৫ই মার্চ।
গ. ২২শে মার্চ।
ঘ. ২৬শে মার্চ।
View Answer
২) নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. মহাপদ্মানন্দ।
খ. ধননন্দ।
গ. নিত্যানন্দ।
ঘ. আনন্দ।
View Answer
৩) কোন সুলতান তামার মুদ্রার প্রচলন করেন?
ক. আলা উদ্দিন খলজি।
খ. জালাল উদ্দিন।
গ. ফিরোজ শাহ তুঘলক।
ঘ. মহম্মদ বিন তুঘলক।
View Answer
৪) মানুষের বৃক্কের সংখ্যা কয়টি?
ক. একটি।
খ. দুটি।
গ. তিনটি।
ঘ.।
View Answer
৫) ভারতের মধ্যে কোথায় হরপ্পার সবচেয়ে বেশি সংখ্যক প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে?
ক. মহারাষ্ট্রে।
খ. উত্তরপ্রদেশে।
গ. হরিয়ানায়।
ঘ.।
View Answer
স্কলারশিপ : এই স্কলারশিপে যেকোনো শ্রেণীর শিক্ষার্থীরাই করতে পারবে আবেদন, সর্বোচ্চ ৭৫ হাজার টাকার বৃত্তি মিলবে।
৬) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
ক. মঙ্গল।
খ. বৃহস্পতি।
গ. পৃথিবী।
ঘ.
View Answer
৭) গান্ধিজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
ক. বিহারের চম্পারণে।
খ. দক্ষিণ আফ্রিকার নাটালে।
গ. দিল্লিতে।
ঘ. সবরমতী আশ্রমে।
View Answer
৮) দ্য ডিভাইন কমেডি গ্রন্থটির রচয়িতা কে?
ক. হিটলার।
খ. শেক্সপিয়র।
গ. দান্তে।
ঘ.।
View Answer
৯) আইহোল প্রশস্তি কে রচনা করেন?
ক. কৌটিল্য।
খ. কালিদাস।
গ. হরিসেন।
ঘ. রবিকীর্তি।
View Answer
১০) কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে?
ক. গোরুর।
খ. ভেড়ার।
গ. মোষের।
ঘ. উঁটের।
View Answer
আরেকটি মক টেস্ট : বলুন তো, কে প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে একটি মেডেল জেতেন?
চাকরির খবর : মিউনিসিপালিটি অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাসিক বেতন ২৬ হাজার টাকা।