Food SI General Knowledge- বলতে পারবেন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? চাকরির পরীক্ষায় আসা ১০ টি কমন প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য, General Knowledge একটি গুরুত্বপূর্ণ বিষয় যার ঠিকঠাক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। এটি বিশ্ব, জাতি এবং বর্তমান ঘটনা সম্পর্কে সামগ্রিক সচেতনতা বাড়ায়, যা পরীক্ষার্থীদের SSC MTS, Group D, State Police, Food SI, Warder এবং আরও অনেক কিছুর মতো পরীক্ষায় পারদর্শী হতে সক্ষম করে। General Knowledge এই পরীক্ষাগুলির একটি মূল উপাদান, যা একজন প্রার্থীর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আপ-টু-ডেট বোঝার ক্ষমতা প্রদর্শন করে। আজকের প্রতিবেদনে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করে ১০ টি General Knowledge Questions & Answers নিয়ে এলাম সকল পরীক্ষার্থীদের জন্য।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) নিন্মের কোনটি তরল ধাতু নয়?

ক. সিজিয়াম।

খ. গ্যালিয়াম।

গ. পারদ।

ঘ. অসমিয়াম।

View Answer

উঃ অসমিয়াম।

২) পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ কে চালু করেন?

ক. বলবন।

খ. ইলতুৎমিস।

গ. ফিরোজ তুঘলক।

ঘ. আলাউদ্দিন খলজি।

View Answer

উঃ বলবন।

৩) ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে?

ক. ১৯৪৫ সালে।

খ. ১৯৪৬ সালে।

গ. ১৯৪৯ সালে।

ঘ. ১৯৫০ সালে।

View Answer

উঃ ১৯৪৬ সালে।

৪) ভারতে কোন লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত?

ক. সম্বর।

খ. চিলিকা।

গ. পুলিকট।

ঘ. ভেম্বনাদ।

View Answer

উঃ সম্বর

৫) বীরবল কার ছদ্মনাম?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর।

খ. প্রমথ চৌধুরী।

গ. মধুসূদন দত্ত।

ঘ.

View Answer

উঃ প্রমথ চৌধুরী

চাকরির খবর : ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

৬)  প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?

ক. স্নায়ুকোষ।

খ. হেপাটোসাইট।

গ. রক্ত কোষ।

ঘ.

View Answer

উঃ স্নায়ুকোষ

৭)  SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি?

ক. ভোল্ট।

খ. ওয়াট।

গ. কুলম্ব।

ঘ. অ্যাম্পিয়ার।

View Answer

উঃ কুলম্ব।

৮) ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি?

ক. আসাম।

খ. মহারাষ্ট্র।

গ. গুজরাট।

ঘ.

View Answer

উঃ গুজরাট।

৯) পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়?

ক. ১৫২৬ সালে।

খ. ১৫৫৬ সালে।

গ. ১৫৩৯ সালে।

ঘ. ১৫৬১ সালে।

View Answer

উঃ ১৫২৬ সালে

১০) মুখ দেখার দর্পণের প্রকৃতি কি রুপ?

ক. সমতল।

খ. উত্তল।

গ. অবতল।

ঘ. অধিবৃত্তকার।

View Answer

উঃ সমতল

আরেকটি মক টেস্ট : বলুন তো, সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন? -দেখে নিন চাকরির পরীক্ষায় আসা ১০ টি কমন প্রশ্ন।

বিশেষ খবর : পশ্চিমবঙ্গে রেশন দোকানগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা চালুর প্রস্তাব কেন্দ্রের, এছাড়াও চালু হবে এইসব পরিষেবা- দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment