জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য, General Knowledge একটি গুরুত্বপূর্ণ বিষয় যার ঠিকঠাক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। এটি বিশ্ব, জাতি এবং বর্তমান ঘটনা সম্পর্কে সামগ্রিক সচেতনতা বাড়ায়, যা পরীক্ষার্থীদের SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI এবং আরও অনেক কিছুর মতো পরীক্ষায় পারদর্শী হতে সক্ষম করে। General Knowledge এই পরীক্ষাগুলির একটি মূল উপাদান, যা একজন প্রার্থীর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আপ-টু-ডেট বোঝার ক্ষমতা প্রদর্শন করে। আজকের প্রতিবেদনে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করে ১০ টি General Knowledge Questions & Answers নিয়ে এলাম সকল পরীক্ষার্থীদের জন্য।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনস্ফিয়ারও বলা হয়?
ক. স্ট্র্যাটোস্ফিয়ার।
খ. মেসোস্ফিয়ার।
গ. এক্সোস্ফিয়ার।
ঘ. ট্রপোস্ফিয়ার।
View Answer
২) পুরানের সংখ্যা কত?
ক. ১৬টি।
খ. ১৭টি।
গ. ১৮টি।
ঘ. ২০টি।
View Answer
৩) ১৯১৬ সালে হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন কে?
ক. অ্যানি বেসান্ত।
খ. বিপিন চন্দ্ৰ পাল।
গ. চিত্তরঞ্জন দাস।
ঘ. ডিরোজিও।
View Answer
৪) জলপ্রবাহের বিচারে বৃহত্তম নদী কোনটি?
ক. নীলনদ।
খ. ব্ৰহ্মপুত্র।
গ. হোয়াংহো ।
ঘ.।
View Answer
৫) নীচের কোনটি স্কেলার রাশি?
ক. শক্তি।
খ. ক্ষমতা।
গ. ক্ষমতা এবং শক্তি উভয়ই।
ঘ.।
View Answer
চাকরির খবর : দিল্লি পুলিশে ৭৫৪৭ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ, যোগ্যতা ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানুন।
৬) ভারতে গান্ধার শিল্পের কোন শাসনকালে বিকাশ ঘটেছিল?
ক. মৌর্য।
খ. কুষাণ।
গ. চোল।
ঘ. গুপ্ত
View Answer
৭) ভারতে প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল কত সালে?
ক. ১৮৫৭ সালে।
খ. ১৮৫৩ সালে।
গ. ১৯০১ সালে।।
ঘ. ১৮৭৭ সালে।
View Answer
আরেকটি চাকরি : ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৬১৬০ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ, অনলাইন আবেদন শুরু।
৮) রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
ক. ৪ বছর।
খ. ৫ বছর।
গ. ৬ বছর।
ঘ.
View Answer
৯) রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
ক. সেতার।
খ. তবলা।
গ. সরোদ।
ঘ. বেহালা।
View Answer
১০) জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত?
ক. ২৪ ঘন্টা ২৪ মিনিট।
খ. ১২ ঘন্টা ২৬ মিনিট।
গ. ২৪ ঘন্টা।
ঘ. ১২ ঘন্টা ১২ মিনিট।
View Answer
আরেকটি মক টেস্ট : বলুন দেখি, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? – জেনে নিন বাছাই করা ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।