Food SI General Knowledge- কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার ওজন কি হবে? গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্নের উত্তর দেখে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : General Knowledge বা সাধারণ জ্ঞান হল আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিস্তৃত পরিসর। এটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান বর্তমান ঘটনা এবং অন্যান্য অনেক বিষয়ের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। সাধারণ জ্ঞান অনেক কারণে গুরুত্বপূর্ণ, যেমন এটি আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে, তেমনই রাজ্য ও কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা, যেমন SSC MTS, Group D, State Police, Constable GD, Food SI, Warder এর মতন পরীক্ষাগুলোতে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে প্রতিদিনের মতন আজও ১০ টি General Knowledge Questions & Answers দেওয়া হল, যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) কাকে কোষের মস্তিষ্ক বলে?

ক. নিউক্লিয়াস।

খ. মাইটোকনড্রিয়া।

গ. সাইটোপ্লাজম।

ঘ. লাইসোজোম।

View Answer

উঃ নিউক্লিয়াস।

২) ভারতে কত সালে সবুজ বিপ্লব শুরু হয়?

ক. ১৯৬০ সালে।

খ. ১৯৬২ সালে।

গ. ১৯৬৫ সালে।

ঘ. ১৯৬৬ সালে।

View Answer

উঃ ১৯৬৬ সালে।

৩) ভারতের কোন শহরকে “Tech City” বলে?

ক. কোলকাতা।

খ. মুম্বাই।

গ. চেন্নাই।

ঘ. ব্যাঙ্গালোর।

View Answer

উঃ ব্যাঙ্গালোর।

৪) কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন?

ক. লর্ড কর্নওয়ালিস।

খ. লর্ড ওয়েলেসলি।

গ. লর্ড ডালহৌসি।

ঘ. লর্ড বেন্টিংক।

View Answer

উঃ লর্ড কর্নওয়ালিস

৫) ভারত শেষ কবে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?

ক. ১৯৮৩ সালে।

খ. ১৯৯৯ সালে।

গ. ২০১১ সালে।

ঘ. ২০১৫ সালে।

View Answer

উঃ ২০১১ সালে।

চাকরির খবর :  ভারতীয় সেনায় সিভিলিয়ান বিভাগে গ্রুপ C নিয়োগ, আবেদন শুরু ১৮ সেপ্টেম্বর থেকে।

৬) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে?

ক. দন্তিদুর্গ।

খ. প্রথম সাতকর্নি।

গ. দ্বিতীয় পুলকেশী।

ঘ. ধর্মপাল

View Answer

উঃ দন্তিদুর্গ

৭) কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার ওজন কি হবে?

ক. কমে যাবে।

খ. বেড়ে যাবে।

গ. একই থাকবে।

ঘ. শূন্য হয়ে যাবে।

View Answer

উঃ শূন্য হয়ে যাবে।

৮) হলুদ ও নীল রং একত্রে মিশ্রিত করলে কোন বর্ণ পাওয়া যাবে?

ক. সাদা।

খ. কালো।

গ. সবুজ।

ঘ.

View Answer

উঃ সবুজ

আরেকটি চাকরির খবর : রাজ্য সরকারি প্রাইমারি স্কুলে সম্পূর্ণ স্থায়ী পদে একাধিক শিক্ষক নিয়োগ, জেনে নিন কিভাবে করবেন আবেদন।

৯) G.M.T ও I.S.T-র মধ্যে পার্থক্য হল –

ক. ২ ঘণ্টা ৩০ মিনিট।

খ. ৫ ঘণ্টা ৩০ মিনিট।

গ. ৬ ঘণ্টা ৩০ মিনিট।

ঘ. ৪ ঘণ্টা ৩০ মিনিট।

View Answer

উঃ ৫ ঘণ্টা ৩০ মিনিট।

১০) মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি?

ক. স্পাইনাল কর্ড

খ. সেরেবেলাম।

গ. সেরিব্রাম।

ঘ. ব্রেন স্টেম।

View Answer

উঃ সেরিব্রাম।

এইগুলিও পড়ুন : 

চাকরির খবর : এইমস এ ক্লার্ক সহ অন্যান্য অফিসিয়াল পদে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।

মক টেস্ট :  বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? -পরীক্ষায় আসা আজকের ১০ টি প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now