General Knowledge Bengali Set- 8: নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।
তাই, এই সিরিজে আমরা প্রতিদিন চেষ্টা করব, অন্তত ১০ খানা করে জেনারেল নলেজ এর প্রশ্ন সমাধান করার, এই প্রশ্নগুলি বিগত বছরের রাজ্য ও সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করা হবে। আজকের প্রতিবেদনে রইলো তোমাদের জন্য বাছাই করা ১০ টি প্রশ্ন।
WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) ‘গীত গোবিন্দ’- এর রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি করেছিলেন?
ক. ধর্মপাল।
খ. বল্লাল সেন।
গ. রামপাল।
ঘ. লক্ষণ সেন।
২) অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়েছিল?
ক. 1820 সালে।
খ. 1920 সালে।
গ. 1919 সালে।
ঘ. 1930 সালে।
View Answer
৩) অস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন?
ক. এ. আর. রহমান।
খ. গুলজার।
গ. সত্যজিৎ রায়।
ঘ. ভানু আথাইয়া।
View Answer
৪) হুমায়ুনের জীবনী কোন ভাষায় লেখা হয়েছিল?
ক. ফারসি।
খ. তুর্কি।
গ. উর্দু।
ঘ.।
View Answer
নতুন খবর : শুরু হয়ে গেলো নবান্ন স্কলারশিপের অনলাইন আবেদন, প্রত্যেকে পাবে ১০০০০ টাকা!
৫) লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন?
ক. লোকসভার ডেপুটি স্পিকার।
খ. উপরাষ্ট্রপতি।
গ. প্রধানমন্ত্রী।
ঘ. রাষ্ট্রপতি।
View Answer
৬) নিচের কোন তারিখে প্রতিবছর ভারতে সুশাসন দিবস পালন করা হয়?
ক. 14 অক্টোবর।
খ. 25 সেপ্টেম্বর।
গ. 25 ডিসেম্বর।
ঘ. 5 জুলাই।
View Answer
৭) পৃথিবীর জলভাগের ক্ষেত্রফলকে কি বলা হয়?
ক. লিথোস্ফিয়ার।
খ. অ্যাটমোস্ফিয়ার।
গ. হাইড্রোস্ফিয়ার।
ঘ. বায়োস্ফিয়ার।
View Answer
৮) রাসায়নিকভাবে “মিল্ক অফ ম্যাগনেশিয়া” কী?
ক. সোডিয়াম বাই-কার্বনেট।
খ. ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড।
গ. ম্যাগনেসিয়াম কার্বনেট।
ঘ. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
View Answer
৯) মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটি হল-
ক. ফরাসি।
খ. অপটিক স্নায়ু।
গ. রেটিনা।
ঘ. অন্ধবিন্দু।
View Answer
১০) পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন কোন রাজা?
ক. অনন্ত বর্মন।
খ. ভাস্কর বর্মন।
গ. যশো বর্মন।
ঘ. অপরাজিত বর্মন।
View Answerএটিও দেখুন : WBPSC Food SI- 2023 বিগত বছরের ২৫ টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । Previous Year Practice : পর্ব – ৭