General Knowledge Bengali Set- 6: নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।
তাই, এই সিরিজে আমরা প্রতিদিন চেষ্টা করব, অন্তত ১০ খানা করে জেনারেল নলেজ এর প্রশ্ন সমাধান করার, এই প্রশ্নগুলি বিগত বছরের রাজ্য ও সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করা হবে। আজকের প্রতিবেদনে রইলো তোমাদের জন্য বাছাই করা ১০ টি প্রশ্ন।
WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) DNA কোষের কোথায় থাকে?
ক. সেন্ট্রিওলে।
খ. নিউক্লিয় প্লাজমে।
গ. মাইটোকন্ড্রিয়ায়।
ঘ. নিউক্লিয়াসে।
২) একটি সাধারন দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব দেখা যাবে?
ক. সদবিম্ব।
খ. অসদবিম্ব।
গ. কখনো সদবিম্ব কখনো অসদবিম্ব।
ঘ. কোনটিই নয়।
View Answer
৩) ‘লিরা’ কোন দেশের মুদ্রার নাম?
ক. ফ্রান্স।
খ. দক্ষিণ কোরিয়া।
গ. জাপান।
ঘ. ইতালি।
View Answer
৪) পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়?
ক. মুঘল ও ব্রিটিশ।
খ. মারাঠা ও আফগান।
গ. মারাঠা ও মুঘল।
ঘ.।
View Answer
৫) মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
ক. ত্বক।
খ. মস্তিষ্ক।
গ. যকৃৎ।
ঘ. কিডনি।
View Answer৬) আশ্বিনের ঝড় নিম্নের কোন সময় কালে দেখা যায়?
ক. মে-জুন মাসে।
খ. অক্টোবর-নভেম্বর মাসে।
গ. ডিসেম্বর-জানুয়ারি মাসে।
ঘ. এপ্রিল-মে মাসে।
View Answer
৭) মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
ক. দেবেন্দ্র ফরনবিশ।
খ. উদ্ভব ঠাকরে।
গ. একনাথ শিন্ডে।
ঘ. হেমন্ত সোরেন।
View Answer
৮) ইউরিয়া মানুষের শরীরের কোথায় উৎপন্ন হয়?
ক. কিডনি।
খ. অগ্ন্যাশয়।
গ. লিভার।
ঘ. ইউরিনারি ব্লাডার।
View Answer
৯) ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি কাদের উপনিবেশ ছিল?
ক. ফরাসি।
খ. ব্রিটিশ।
গ. ওলন্দাজ।
ঘ. পর্তুগিজ।
View Answer
১০) ব্যাটারীতে শক্তির কিরূপ রূপান্তর ঘটে?
ক. রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি।
খ. যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি।
গ. যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি।
ঘ. বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তি।
View Answerএটিও দেখুন : WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ৫