General Knowledge Bengali Set- 5: নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।
তাই, এই সিরিজে আমরা প্রতিদিন চেষ্টা করব, অন্তত ১০ খানা করে জেনারেল নলেজ এর প্রশ্ন সমাধান করার, এই প্রশ্নগুলি বিগত বছরের রাজ্য ও সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করা হবে। আজকের প্রতিবেদনে রইলো তোমাদের জন্য বাছাই করা ১০ টি প্রশ্ন।
WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) মানুষের রক্তের pH কত?
ক. ৫
খ. ৬
গ. ৬.৫
ঘ. ৭.৫
২) মহারানীর ঘোষণাপত্র কত সালে ঘোষিত হয়?
ক. ১৮৫৮
খ. ১৮৬১
গ. ১৮৫৭
ঘ. ১৯১১
View Answer
৩) ‘গ্যালভানাইজেশন’ এ কোন ধাতু ব্যবহার করা হয়?
ক. দস্তা।
খ. সোনা।
গ. ।
ঘ. তামা।
View Answer
৪) আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয়?
ক. ।
খ. ।
গ. ।
ঘ.।
View Answer
৫) সড়ক-ই-আজম তৈরি করেন কোন সম্রাট?
ক. অশোক।
খ. ঔরঙ্গজেব।
গ. শেরশাহ।
ঘ. আকবর।
View Answer৬) প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত?
ক. ৪ মিনিট।
খ. ২ মিনিট।
গ. ২১ মিনিট।
ঘ. ১৪ মিনিট।
View Answer
৭) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ১৯১৯ সালের কত তারিখে হয়?
ক. ১৩ জুন।
খ. ১৩ এপ্রিল।
গ. ১৯ জুন।
ঘ. ১৯ এপ্রিল।
View Answer
৮) পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কোন সালে?
ক. ১৯৬৩ সালে।
খ. ১৯৫৬ সালে।
গ. ১৯৭২ সালে।
ঘ. ১৯৭৮ সালে।
View Answer
৯) মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে?
ক. ২০০৫ সালে।
খ. ১৯৮০ সালে।
গ. ১৯৯৫ সালে।
ঘ. ২০১১ সালে।
View Answer
১০) 2026 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচারার হবে কোন দেশ?
ক. ভারত।
খ. চীন।
গ. নেদারল্যান্ড।
ঘ. আমেরিকা।
View Answer
এটিও দেখুন : WBPSC Food SI- 2023 গত বছরের ২৫ টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর।