General Knowledge Bengali Set- 3: নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।
তাই, এই সিরিজে আমরা প্রতিদিন চেষ্টা করব, অন্তত ১০ খানা করে জেনারেল নলেজ এর প্রশ্ন সমাধান করার, এই প্রশ্নগুলি বিগত বছরের রাজ্য ও সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করা হবে। আজকের প্রতিবেদনে রইলো তোমাদের জন্য বাছাই করা ১০ টি প্রশ্ন।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) “ বুদ্ধচরিতের ” রচয়িতা কে?
ক. বুদ্ধঘোষ।
খ. লোপামুদ্রা ।
গ. বসুমিত্র।
ঘ. অশ্বঘোষ।
২) “দানসাগর ” ধর্মগ্রন্থের রচয়িতা কে?
ক. শ্রীধর ভট্ট।
খ. লক্ষ্মণ সেন।
গ. বল্লাল সেন।
ঘ. জয়দেব।
View Answer
৩) পৃথিবীতে একটি লোহার বলের ওজন 18 কিলোগ্রাম, চাঁদে এর ওজন হবে:
ক. ৬ কেজি।
খ. ১২ কেজি।
গ. ৩ কেজি।
ঘ. ১ কেজি।
View Answer
৪) জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর?
ক. ।
খ. ।
গ. ।
ঘ. ।
View Answer
চাকরির খবর : শুরু হল ১.২৫ লক্ষ কর্মী নিয়োগের তোড়জোড়, দপ্তরগুলি থেকে শূন্যপদের হিসেব পাঠানোর নির্দেশ নবান্নের।
৫) ‘উবের কাপ’ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
ক. ।
খ. হকি।
গ. ক্রিকেট।
ঘ. ফুটবল।
View Answer
৬) নিম্নের কোন রাজ্যটির ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই?
ক. সিকিম।
খ. মেঘালয়।
গ. পশ্চিমবঙ্গ।
ঘ. ) অরুণাচল প্রদেশ।
View Answer
৭) শশাঙ্কের রাজধানীর নাম কী?
ক. সুবর্ণগিরি।
খ. গৌড়।
গ. কনৌজ।
ঘ. কর্ণসুবর্ণ।
View Answer
৮) জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
ক. আসাম।
খ. কর্ণাটক।
গ. উত্তরাখন্ড।
ঘ. মধ্যপ্রদেশ।
View Answer
৯) ‘সার্বজনীন দাতা’ কোন গ্রুপের রক্তকে বলা হয়?
ক. O গ্রুপ।
খ. AB গ্রুপ।
গ. A গ্রুপ।
ঘ. B গ্রুপ।
View Answer
১০) মৌর্যবংশের কোন শাসক “ অমিত্রঘাত ” নামেও পরিচিত ছিলেন?
ক. বিন্দুসার।
খ. অশোক।
গ. দশরথ।
ঘ. চন্দ্রগুপ্ত মৌর্য।
View Answer
এটিও দেখুন : জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ২