জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ২

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

General Knowledge Bengali Set- 2: নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।

তাই, এই সিরিজে আমরা প্রতিদিন চেষ্টা করব, অন্তত ১০ খানা করে জেনারেল নলেজ এর প্রশ্ন সমাধান করার, এই প্রশ্নগুলি বিগত বছরের রাজ্য ও সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করা হবে। আজকের প্রতিবেদনে রইলো তোমাদের জন্য বাছাই করা ১০ টি প্রশ্ন।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

১)  পিঁপড়ার মধ্যে কোন এসিড পাওয়া যায়?

ক. ফরমিক এসিড।

খ. অক্সালিক এসিড।

গ. সালফিউরিক এসিড।

ঘ. অ্যাসিটিক অ্যাসিড।

View Answer
উঃ ফরমিক এসিড।

 

২) বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক কে?

ক. অরুন্ধতী রায়।

খ. জে কে রাওলিং।

গ. তসলিমা নাসরিন।

ঘ. সলমন রুশদি।

View Answer
উঃ জে কে রাওলিং।

 

৩) ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হলেন –

ক. রবীন্দ্রনাথ ঠাকুর।

খ. সত্যজিৎ রায়।

গ. অরুন্ধতী রায়।

ঘ. আশাপূর্ণা দেবী।

View Answer
উঃ আশাপূর্ণা দেবী।

 

৪) কলকাতা বিধানসভা কত সালে প্রতিষ্ঠিত?

ক. ১৯২১ সালে।

খ. ১৯৪১ সালে।

গ. ১৯৩১ সালে।

ঘ. ১৯৩৫ সালে।

View Answer
উঃ ১৯৩১ সালে।

 

এটিও পড়ুন : Food SI পদের কাজ কি, কত টাকা বেতন, গত বছরের Cut Off Marks কত ছিল – সব প্রশ্নের উত্তর জানুন।

 

৫) গান্ধীজি কোন আন্দোলনে ‘কারেঙ্গে ইয়ে মারেঙ্গে’ এই কথাটি বলেছিলেন?

ক. সত্যাগ্রহ আন্দোলনে।

খ. ভারত ছাড়ো আন্দোলনে।

গ. আইন অমান্য আন্দোলনে।

ঘ. অসহযোগ আন্দোলনে।

View Answer
উঃ ভারত ছাড়ো আন্দোলনে।

 

৬) বাংলার নানা সাহেব কাকে বলা হয়?

ক. হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

খ. রমরতান মল্লিক।

গ. মৃদুল সেন।

ঘ. হরিশচন্দ্র ঘোষ।

View Answer
উঃ রমরতান মল্লিক।

 

৭) ভারতের লোকসভার সদস্য সংখ্যা –

ক. ৩২৫ জন।

খ. ৪৫০ জন।

গ. ৫৪৫ জন।

ঘ. ২৫০ জন।

View Answer
উঃ ৫৪৫ জন।

 

৮) কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

ক. পূর্ব মেদিনীপুর।

খ. হাওড়া।

গ. পশ্চিম মেদিনীপুর।

ঘ. ঝাড়গ্রাম।

View Answer
উঃ পূর্ব মেদিনীপুর।

 

৯) নিম্নলিখিত কাকে রাষ্ট্রগুরু বলে অভিহিত করা হয়?

ক. সুভাষচন্দ্র বোস।

খ. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

গ. অরবিন্দ ঘোষ।

ঘ. উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়।

View Answer
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

 

১০) ভারতের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র হল-

ক. হুইলার দ্বীপ।

খ. শ্রীহরিকোটা।

গ. থুম্বা।

ঘ. সবকটিই।

View Answer
উঃ শ্রীহরিকোটা।

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment