জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১৩

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

General Knowledge Bengali Set- 13: নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।

তাই, এই সিরিজে আমরা প্রতিদিন চেষ্টা করব, অন্তত ১০ খানা করে জেনারেল নলেজ এর প্রশ্ন সমাধান করার, এই প্রশ্নগুলি বিগত বছরের রাজ্য ও সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করা হবে। আজকের প্রতিবেদনে রইলো তোমাদের জন্য বাছাই করা ১০ টি প্রশ্ন।

WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

১)  বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য?

ক. ঝাড়খণ্ড।

খ. পাঞ্জাব।

গ. আসাম।

ঘ. মিজোরাম।

View Answer

উঃ আসাম।

২) ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি?

ক. কাদাবন।

খ. খেদাবন।

গ. চাঁদাবন।

ঘ. বাদাবন।

View Answer

উঃ বাদাবন।

৩) কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত?

ক. আসাম।

খ. মহারাষ্ট্র।

গ. তেলেঙ্গানা।

ঘ. গুজরাট।

View Answer

উঃ গুজরাট।

৪) সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন-

ক. স্যার এলিজা ইম্পে।

খ. বরেওয়েল।

গ. ফিলিপ ফ্রান্সিস।

ঘ.

View Answer

উঃ স্যার এলিজা ইম্পে

 

 চাকরির খবর : ৪১৮২২ টি শূন্যপদ! MTS সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, মাধ্যমিক যোগ্যতায় আবেদন।

 

৫)  ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানী লাভ করে?

ক. ১৭৬৪ সালে।

খ. ১৭৬৫ সালে।

গ. ১৭০৬ সালে।

ঘ. ১৭৫৮ সালে।

View Answer

উঃ ১৭৬৫ সালে।

৬) পোলিও কী বাহিত রোগ?

ক. জীনগত।

খ. ব্যাক্টেরিয়া।

গ. ছোঁয়াচে।

ঘ. ভাইরাস।

View Answer

উঃ ভাইরাস।

৭) বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কী বলে?

ক. থার্মোমিটার।

খ. ব্যারোমিটার।

গ. ম্যানোমিটার।

ঘ. সিসমোমিটার।

View Answer

উঃ ব্যারোমিটার।

৮) কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়?

ক. শীতকালে।

খ. বর্ষাকালে।

গ. গরমকালে।

ঘ. বসন্তকালে।

View Answer

উঃ শীতকালে।

৯)  ১৮২০ এর দশকে ইয়ংবেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন –

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

খ. রামমোহন রায়।

গ. ডিরোজিও।

ঘ. দ্বারকানাথ ঠাকুর।

View Answer

উঃ ডিরোজিও।

১০) নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কীসের ধারণা পাওয়া যায়?

ক. বলের পরিমান।

খ. বলের সংজ্ঞা।

গ. ঘর্ষণ বল।

ঘ. বলের ক্রিয়া।

View Answer

উঃ বলের পরিমান।

 

এটিও দেখুন : WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১২

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment