WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১২

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

General Knowledge Bengali Set- 12: নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।

তাই, এই সিরিজে আমরা প্রতিদিন চেষ্টা করব, অন্তত ১০ খানা করে জেনারেল নলেজ এর প্রশ্ন সমাধান করার, এই প্রশ্নগুলি বিগত বছরের রাজ্য ও সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করা হবে। আজকের প্রতিবেদনে রইলো তোমাদের জন্য বাছাই করা ১০ টি প্রশ্ন।

WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

১) রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন?

ক. ইলতুৎমিস।

খ. নাসিরুদ্দিন মহম্মদ।

গ. কুতুব উদ্দিন আইবক।

ঘ. রুকউদ্দিন।

View Answer

উঃ ইলতুৎমিস।

২) অক্ষর অনিতা চানু কীসের জন্য অর্জুন পুরস্কার পান?

ক. জুডো।

খ. কবাডি।

গ. শ্যুটিং।

ঘ. গলফ।

View Answer

উঃ জুডো।

৩) খিলজি বংশ কবে প্রতিষ্ঠা হয়?

ক. ১২৬০ খ্রিস্টাব্দে।

খ. ১২৭০ খ্রিস্টাব্দে।

গ. ১২৮০ খ্রিস্টাব্দে।

ঘ. ১২৯০ খ্রিস্টাব্দে।

View Answer

উঃ ১২৯০ খ্রিস্টাব্দে।

৪) কোন নদীর সবথেকে বড় নিকাশী ব্যবস্থা আছে?

ক. নীল।

খ. মিসিসিপি।

গ. আমাজন।

ঘ.

View Answer

উঃ আমাজন

 

 চাকরির খবর : প্রতিবছর রাজ্য ও কেন্দ্রে থাকে প্রচুর শূন্যপদ, অথচ কম্পেটিশন নেই বললেই চলে! উচ্চমাধ্যমিক পাশ হলে করে নিন এই কোর্সটি।

 

৫) যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক?

ক. সিসা।

খ. ক্যাডমিয়াম।

গ. পারদ।

ঘ. তামা।

View Answer

উঃ সিসা।

৬) বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়?

ক. ১৪ সেপ্টেম্বর।

খ. ১৪ অক্টোবর।

গ. ১৪ নভেম্বর।

ঘ. ১৪ ডিসেম্বর।

View Answer

উঃ ১৪ নভেম্বর।

৭) বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি থাকে?

ক. অক্সিজেন গ্যাস।

খ. কার্বন ডাই অক্সাইড গ্যাস।

গ. নাইট্রোজেন গ্যাস।

ঘ. হাইড্রোজেন গ্যাস।

View Answer

উঃ নাইট্রোজেন গ্যাস।

৮) আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?

ক. ১৯২১ সালে।

খ. ১৯২০ সালে।

গ. ১৯৪২ সালে।

ঘ. ১৯৩০ সালে।

View Answer

উঃ ১৯৩০ সালে।

৯) সুপ্রিম কোর্টে কতধরণের আপিল করা যায়?

ক. তিন।

খ. চার।

গ. পাঁচ।

ঘ. ছয়।

View Answer

উঃ চার।

১০) আলোর প্রতিসরণ সূত্র কে আবিষ্কার করেন?

ক. স্কেল।

খ. হুক।

গ. ওয়েসিক।

ঘ. বয়েল।

View Answer

উঃ স্কেল।

 

এটিও দেখুন : WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১১

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment