WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১১

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

General Knowledge Bengali Set- 11: নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।

তাই, এই সিরিজে আমরা প্রতিদিন চেষ্টা করব, অন্তত ১০ খানা করে জেনারেল নলেজ এর প্রশ্ন সমাধান করার, এই প্রশ্নগুলি বিগত বছরের রাজ্য ও সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করা হবে। আজকের প্রতিবেদনে রইলো তোমাদের জন্য বাছাই করা ১০ টি প্রশ্ন।

WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

১) শকাব্দের প্রবর্তক কে?

ক. কনিষ্ক।

খ. বিক্রমাদিত্য।

গ. রুদ্রমন।

ঘ. অশোক।

View Answer

উঃ কনিষ্ক।

২) হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন?

ক. লক্ষ্মণ সেন।

খ. ধর্মপাল।

গ. ভাস্কর বর্মণ ।

ঘ. শশাঙ্ক।

View Answer

উঃ শশাঙ্ক।

৩)  ‘দ্য লাইট অফ এশিয়া’ বইটি মূলত কার ওপরে লেখা?

ক. মহাবীর।

খ. গৌতম বুদ্ধ।

গ. চন্দ্রগুপ্ত মৌর্য ।

ঘ. আলেকজান্ডার।

View Answer

উঃ গৌতম বুদ্ধ।

৪) পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত?

ক. পেটে।

খ. ঘাড়ে।

গ. মাথায়।

ঘ.

View Answer

উঃ মাথায়

 

 চাকরির খবর : রাজ্যের প্রাইমারি স্কুলে একাধিক শূন্যপদে শিক্ষক নিয়োগ।

 

৫) তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করেন?

ক. ভারত।

খ. শ্রীলঙ্কা।

গ. আমেরিকা।

ঘ. চীন।

View Answer

উঃ চীন।

৬) ঝুম হল –

ক. একটি লোকনৃত্য।

খ. একটি উপজাতি।

গ. একটি নদীর নাম।

ঘ. একটি চাষের পদ্ধতি।

View Answer

উঃ একটি চাষের পদ্ধতি।

৭) আনন্দমঠ গ্রন্থের লেখক কে?

ক. মধুসূদন দত্ত।

খ. স্বামী বিবেকানন্দ।

গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

ঘ. নবীনচন্দ্র সেন।

View Answer

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৮) সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি?

ক. বৃহস্পতি।

খ. বুধ।

গ. শনি।

ঘ. শুক্র।

View Answer

উঃ শুক্র।

৯) ভিটামিন A এর ঘাটতির ফলে যেটি হয়, সেটি হল –

ক. স্কার্ভি।

খ. রাতকানা।

গ. রিকেট।

ঘ. চুল পড়া।

View Answer

উঃ রাতকানা।

১০) এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত?

ক. ভেনেজুয়েলা।

খ. সুইজারল্যান্ড।

গ.আমেরিকা।

ঘ. রাশিয়া।

View Answer

উঃ ভেনেজুয়েলা।

 

এটিও দেখুন : WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১০

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment