WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১০

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

General Knowledge Bengali Set- 10: নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।

তাই, এই সিরিজে আমরা প্রতিদিন চেষ্টা করব, অন্তত ১০ খানা করে জেনারেল নলেজ এর প্রশ্ন সমাধান করার, এই প্রশ্নগুলি বিগত বছরের রাজ্য ও সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করা হবে। আজকের প্রতিবেদনে রইলো তোমাদের জন্য বাছাই করা ১০ টি প্রশ্ন।

WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

১) পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়?

ক.  লিথোলজি।

খ. হিস্টোলজি।

গ. এমব্রায়োলজি।

ঘ. এনটোমোলজি।

View Answer

উঃ এনটোমোলজি।

২) কেন দেশের পার্লামেন্টের নাম ‘ডায়েট’?

ক.  ইরাক।

খ. জার্মানি।

গ. জাপান।

ঘ. ইতালি।

View Answer

উঃ জাপান।

৩) নিম্নে কোনটি ‘সাদা কয়লা’ হিসেবে পরিচিত?

ক. বায়ুবিদ্যুৎ।

খ. সৌরবিদ্যুৎ।

গ. ভূতাপীয় বিদ্যুৎ।

ঘ. জলবিদ্যুৎ।

View Answer

উঃ জলবিদ্যুৎ।

৪) কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন?

ক. ১৪৯২ সালে।

খ. ১৪৯৮ সালে।

গ. ১৮৯২ সালে।

ঘ.

View Answer

উঃ

 

 চাকরির খবর : কেন্দ্রীয় বিদ্যালয়ে ৬৩২৯ টি শূন্যপদে প্রহরী এবং শিক্ষক নিয়োগ, অনলাইনে শুরু হল আবেদন।

 

৫) নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি?

ক. অন্ধ্রপ্রদেশ।

খ. মিজোরাম।

গ. উত্তরপ্রদেশ।

ঘ. পশ্চিমবঙ্গ।

View Answer

উঃ উত্তরপ্রদেশ।

৬) এশিয়ার বৃহত্তম নদী কোনটি?

ক. ইয়াংজে।

খ. গঙ্গা।

গ. ব্রহ্মপুত্র।

ঘ. সরস্বতী।

View Answer

উঃ ইয়াংজে।

৭) মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম “মহাত্মা” কে বলেছিলেন?

ক. বি আর আম্বেদকর।

খ. রবীন্দ্রনাথ ঠাকুর।

গ. দাদাভাই নওরোজি।

ঘ. ভগৎ সিং।

View Answer

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

৮) সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহা হল –

ক. সিডেরাইট।

খ. হেমাটাইট।

গ. ম্যাগনেটাইট।

ঘ. লিমোনাইট।

View Answer

উঃ ম্যাগনেটাইট।

৯) দার্শনিকের উল কাকে বলে?

ক. জিঙ্ক ক্লোরাইড।

খ. জিঙ্ক অক্সাইড।

গ. জিঙ্ক নাইট্রেট।

ঘ. জিঙ্ক ব্রোমাইড।

View Answer

উঃ জিঙ্ক অক্সাইড।

১০) ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশী পরিমাণে পাওয়া যায়?

ক. অ্যালুমিনিয়াম।

খ. দস্তা।

গ. তামা।

ঘ. লোহা।

View Answer

উঃ অ্যালুমিনিয়াম।

 

এটিও দেখুন : WBPSC Exams: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – 9

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment