জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য, General Knowledge একটি গুরুত্বপূর্ণ বিষয় যার ঠিকঠাক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। এটি বিশ্ব, জাতি এবং বর্তমান ঘটনা সম্পর্কে সামগ্রিক সচেতনতা বাড়ায়, যা পরীক্ষার্থীদের SSC MTS, Food SI, Warder এবং আরও অনেক কিছুর মতো পরীক্ষায় পারদর্শী হতে সক্ষম করে। General Knowledge এই পরীক্ষাগুলির একটি মূল উপাদান, যা একজন প্রার্থীর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আপ-টু-ডেট বোঝার ক্ষমতা প্রদর্শন করে। আজকের প্রতিবেদনে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করে ১০ টি General Knowledge Questions & Answers নিয়ে এলাম সকল পরীক্ষার্থীদের জন্য।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) ভারতের জাতীয় সংগীত জনগণমন গানটি প্রথম গাওয়া হয় কবে?
ক. ১৯০৫ সালে।
খ. ১৯১০ সালে।
গ. ১৯১১ সালে।
ঘ. ১৯১৯ সালে।
View Answer
২) পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা?
ক. বিহার।
খ. অসম।
গ. ত্রিপুরা।
ঘ. সিকিম।
View Answer
৩) আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে?
ক. ১২ই জুন।
খ. ১৬ই জুন।
গ. ২১শে জুন।
ঘ. ২৮শে জুন।
View Answer
৪) সাঁচি স্তুপ কে নির্মাণ করেন?
ক. অশোক।
খ. চন্দ্রগুপ্ত।
গ. কৌটিল্য।
ঘ.।
View Answer
৫) কোন দেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়?
ক. চিন।
খ. ভারত।
গ. আমেরিকা।
ঘ.
View Answer
চাকরির খবর : Food SI চাকরির পরীক্ষার ধরণ, নিয়োগ পদ্ধতি, অনলাইন আবেদন সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিন।
৬) কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়?
ক. জিঙ্ক।
খ. জিপসাম।
গ. গ্রাফাইট।
ঘ.
View Answer
৭) চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেন?
ক. ১২১১ সালে।
খ. ১২২১ সালে।
গ. ১২৩১ সালে।
ঘ. ১২১৩ সালে।
View Answer
এটিও পড়ুন : হারানো অ্যাডমিট-মার্কশীট ফেরৎ কিংবা ভুল সংশোধন এবার নতুন নিয়মে, পাবেন ঘরে বসেই!
৮) পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়?
ক. ইউক্রেন।
খ. ইথিওপিয়া।
গ. বলিভিয়া।
ঘ.।
View Answer
৯) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর কে?
ক. শক্তিকান্ত দাস।
খ. উর্জিত প্যাটেল।
গ. রঘুরাম রাজন।
ঘ. ডি. সুব্বারাও।
View Answer
১০) পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা-
ক. ১৬২টি।
খ. ১৭০টি।
গ. ১৮০টি।
ঘ. ১৮১টি।
View Answer
কুইজ টেস্ট : বলুন দেখি, ভারতের সাথে মোট কয়টি দেশের স্থল সীমান্ত যুক্ত রয়েছে? -১৫ টি General Knowledge MCQ