কেন্দ্রীয় বিদ্যালয়ে ৬৩২৯ টি শূন্যপদে প্রহরী এবং শিক্ষক নিয়োগ, অনলাইনে শুরু হল আবেদন। EMRS TGT and Warden Recruitment 2023

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

EMRS TGT and Warden Recruitment: কেন্দ্রীয় বিদ্যালয় EKLAVYA MODEL RESIDENTIAL SCHOOL (EMRS) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মোট ৬৩২৯ টি শূন্যপদে নিয়োগের কথা জানিয়েছে। শিক্ষক ও প্রহরী পদে প্রকাশিত এই নিয়োগে, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে, সকল যোগ্য চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। নিচে বিজ্ঞপ্তির সারাংশ বিস্তারিত আলোচনা করা হলো।

নিয়োগকারী সংস্থা Eklavya Model Residential Schools (EMRS)
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট emrs.tribal.gov.in
মোট শূন্যপদ  ৬৩২৯ টি।
আবেদন শুরু ১৮.০৭.২০২৩
আবেদন শেষ ১৮.০৮.২০২৩

পদের নাম

Hostel Warden (প্রহরী)

মোট শূন্যপদ : ৬৬৯ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে, যেকোনো বিষয়ে স্নাতক পাশ হবে।

বয়স সীমা : এই পদে আবেদন করতে হলে, আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী 29,200 – 92,300/- টাকা বেতন পাবেন।

পদের নাম

Trained Graduate Teachers (TGTs) (Group-B)

মোট শূন্যপদ : ৩৩১১ টি।

শিক্ষাগত যোগ্যতা : TGT (English /Hindi/ThirdLanguage/Mathematics/Science/ SocialScience) বিভাগের চাকরিপ্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ হবে এবং সেইসাথে B.Ed বা তার সমতুল্য কোনো ডিগ্রি এবং CTET অথবা STET এ পাশ করা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : এই পদে আবেদন করতে হলে, আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী 44,900 – 1,42,400/- টাকা বেতন পাবেন।

পদের নাম

Trained Graduate Teachers (Third Language) (Group-B)

মোট শূন্যপদ : ৬৫২ টি।

শিক্ষাগত যোগ্যতা : TGT (বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষা) বিভাগের চাকরিপ্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ হবে এবং সেইসাথে B.Ed বা তার সমতুল্য কোনো ডিগ্রি এবং CTET অথবা STET এ পাশ করা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : এই পদে আবেদন করতে হলে, আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী 44,900 – 1,42,400/- টাকা বেতন পাবেন।

আরও খবর : পশ্চিমবঙ্গের ST, SC, OBC প্রার্থীদের বিনামূল্যে ট্রেনিং, নিজের জেলায় ট্রেনিং নিতে অনলাইনে আবেদন করুন।

পদের নাম

TGT, Miscellaneous Category of Teachers (Group-B)

মোট শূন্যপদ : ১৬৯৭ টি।

শিক্ষাগত যোগ্যতা : TGT (Music/Art/PET/Librarian) বিভাগের চাকরিপ্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হবে, শুধু Librarian পদের চাকরিপ্রার্থীদের লাইব্রেরি সাইন্স নিয়ে স্নাতক বা এক বছরের ডিপ্লোমা করা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : এই পদে আবেদন করতে হলে, আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী 35,400 – 1,12,400/- টাকা বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি

  1. লিখিত পরীক্ষা এবং
  2. ইন্টারভিউ

আবেদন পদ্ধতি 

উল্লেখ্য পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট emrs.tribal.gov.in এ গিয়ে Recruitments/Careers অপশনে ক্লিক করে অনালাইনে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে (তবে প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক :  Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

চাকরির খবর :

রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে একাধিক গ্রুপ C কর্মী নিয়োগ, তাড়াতাড়ি সেরে ফেলুন আবেদন।

রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে জুট কর্পোরেশনে নিয়োগ, তাড়াতাড়ি করুন অনলাইন আবেদন।

রাজ্যের ইনস্টিটিউটে একাধিক ‘গ্রুপ সি’ কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন শুরু।

কেন্দ্রীয় জাহাজ নির্মাণ সংস্থায় ৩০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় চাকরির সুযোগ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment