EMRS JSA Recruitment 2023: National Education Society for Tribal Students (NESTS) এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, তাতে মোট ১৪৯৩ টি শূন্যপদে নন-টিচিং স্টাফ নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সকল জেলার চাকরিপ্রার্থীরাই এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। আগামী ৩১ শে জুলাই পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে, তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কোন কোন পদে কি কি যোগ্যতায় আবেদন করা যাবে।
নিয়োগকারী সংস্থা | National Education Society for Tribal Students (NESTS) |
Advertisement no. | ESSE-2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | emrs.tribal.gov.in |
মোট শূন্যপদ | ১৪৯৩ টি। |
আবেদন শেষ | ৩১.০৭.২০২৩ |
পদের নাম
Jr. Secretariat Assistant (JSA)/ Clerk
মোট শূন্যপদ : ৭৫৯ টি। (UR – ৩১১ টি, EWS- ৭৫ টি, SC – ১১১ টি, ST- ৫৬ টি, OBC- ২০৪ টি)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। সেইসাথে কম্পিউটারে টাইপিং জানতে হবে।
বয়স সীমা : আবেদনকারীর বয়স অনধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুসারে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা বেতন পাবেন।
পদের নাম
Lab Attendant
মোট শূন্যপদ : ৩৭৩ টি। (UR – ১৫৪ টি, EWS- ৩৭ টি, SC – ৫৫ টি, ST- ২৭ টি, OBC- ১০০ টি)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক পাশ করে, ল্যাবরেটরি টেকনিক কোর্সে ডিপ্লোমা করা প্রার্থীরাও আবেদনযোগ্য।
বয়স সীমা : আবেদনকারীর বয়স অনধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ১ অনুসারে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা বেতন পাবেন।
চাকরির খবর: বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, অনলাইনে আবেদন শুরু।
পদের নাম
Accountant
মোট শূন্যপদ : ৩৬১ টি। (UR – ১৪৭ টি, EWS- ৩৬ টি, SC – ৫৪ টি, ST- ২৭ টি, OBC- ৯৭ টি)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে কমার্স শাখায় স্নাতক হয়ে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা : আবেদনকারীর বয়স অনধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ৬ অনুসারে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি
উপরিউক্ত সবকটি পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের প্রথমে কম্পিউটার চালিত MCQ টাইপ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, সেখানে পাশ করলে ইন্টারভিউতে ডাকা হবে।
আবেদন পদ্ধতি
উল্লেখ্য সবকটি পদে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট emrs.tribal.gov.in এ গিয়ে Recruitment অপশনে ক্লিক করতে হবে, সেখানে নন-টিচিং স্টাফ বেছে নিয়ে অনালাইনে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে (তবে প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে।
আবেদন ফি
এই পদে আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীদের ১০০০ টাকা রেজিস্ট্রেশন ফি অনালাইনে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন লিংক : | Apply Now |
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
নন-টিচিং স্টাফ সিলেবাস : | Read Now |