ECIL Apprentice Recruitment 2023: Electronics Corporation of India Limited (ECIL) এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে মোট ৪৮৪ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। উক্ত নিয়োগ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদনে বিজ্ঞপ্তিতে প্রকাশিত গুরুত্বপূর্ন তথ্যাবলী আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা | Electronics Corporation of India Limited (ECIL) |
Advertisement no. | 16/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.ecil.co.in/ |
মোট শূন্যপদ | ৪৮৪ টি। |
পদের নাম
Apprentice
মোট শূন্যপদ : ৪৮৪ টি। নীচে ট্রেড অনুসারে শূন্যপদের বিবরণ তুলে ধরা হল-
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ITI কোর্স করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ৩১.১০.২০২৩ অনুসারে আবেদনকারীর সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তবে SC, ST এবং OBC শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : প্রার্থীদের ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ৮০৫০ টাকা ও ৭৭০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
ট্রেনিং এর সময়কাল : ১ বছর।
চাকরির খবর : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রচুর নন-টিচিং স্টাফ নিয়োগ, অনলাইন আবেদন শুরু।
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থীদের মূলত তিনটি ধাপে বাছাই করা হবে, সেগুলি হল-
- ITI পরীক্ষায় পাওয়া নম্বর
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিকেল পরীক্ষা
আবেদনের পদ্ধতি
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এর জন্য প্রথমে-
- apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করতে হবে।
- তারপর, www.ecil.co.in → ‘Careers’ → ‘Current Job Openings’ অপশনে ক্লিক করে ফর্ম ফিলাপ করতে হবে।
- সবশেষে, ডকুমেন্টস আপলোড করে আবেদনপত্রের প্রিন্ট আউট বের করে নিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু : | ২৫.০৯.২০২৩ |
আবেদন শেষ : | ১০.১০.২০২৩ |
ডকুমেন্ট ভেরিফিকেশন : | ১৬.১০.২০২৩ থেকে ২১.১০.২০২৩ পর্যন্ত। |
ট্রেনিং শুরু : | ০১.১১.২০২৩ থেকে। |
চাকরির খবর : রাজ্যের প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে পিওন সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন রেজিস্ট্রেশন : | Register Here |
অনলাইন আবেদন : | Apply Now |