দিল্লি সাবর্ডিনেট সিলেকশন বোর্ডের মাধ্যমে ১৮৪১ টি শূন্যপদে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ। -DSSSB Recruitment

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

DSSSB Recruitment 2023: দিল্লি সাবর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (DSSSB) এর দপ্তর থেকে 31.07.2023 তারিখে একটি প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে মোট ১৮৪১ টি টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের কথা জানানো হয়েছে। বিভিন্ন গ্রুপ C ও গ্রুপ D বিভাগে এই শূন্যপদগুলিকে পূরণ করা হবে। যেকোনো ভারতীয় যোগ্য চাকরিপ্রার্থীই এই বিপুল শূন্যপদে আবেদন করতে পারবেন।

নিয়োগকারী সংস্থা Delhi Subordinate Services Selection Board (DSSSB)
Advertisement no. 02/23
অফিসিয়াল ওয়েবসাইট dsssb.delhi.gov.in
মোট শূন্যপদ  ১৮৪১ টি।
আবেদন শুরু ১৭.০৮.২০২৩
আবেদন শেষ ১৫.০৯.২০২৩

পদের নাম

বিভিন্ন টিচিং ও নন টিচিং স্টাফ

মোট শূন্যপদ : ১৮৪১ টি। (নীচে পদ অনুসারে শূন্যপদের বিবরণ তুলে ধরা হল)

বয়স সীমা : উপরিউক্ত পদগুলিতে পদের বিভাগ অনুযায়ী বয়সের অনুপাত ভিন্ন হবে। পূর্ণ বিজ্ঞপ্তিতে তা প্রকাশ করা হবে।

পদের বিবরণ

DSSB Vacancy Details 2023

DSSB Vacancy Details 2023

DSSB Vacancy Details 2023

চাকরির খবর : ৩০,০০০+ শূন্যপদে পোস্ট অফিসে ডাক সেবক সহ অন্যান্য পদে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন।

নিয়োগ পদ্ধতি

  1. লিখিত পরীক্ষা
  2. স্কিল টেস্ট (পদ অনুযায়ী)
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন
  4. মেডিকেল পরীক্ষা

আবেদন প্রক্রিয়া

সমস্ত শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে, এর জন্য প্রথমে https://dsssb.delhi.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে, তারপর Recruitment অপশনে ক্লিক করে আবেদন জানাতে হবে। সবশেষে ডকুমেন্টস আপলোড ও আবেদন ফি জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া শেষ করার পর, আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা নিজের মোবাইল কিংবা কম্পিউটার দিয়েও আবেদন জানাতে পারবেন। এছাড়াও যেকোনো অনলাইন ক্যাফেতে গিয়েও আবেদন জানানো যাবে।

আবেদন মূল্য

উল্লেখ্য দুটি পদে আবেদনের জন্য General/OBC/EWS প্রার্থীদের ১০০ টাকা জমা করতে হবে, তবে SC/ST/PWD প্রার্থীদের কোনোরকম আবেদন ফি জমা করতে হবেনা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক  Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

আরও খবর : রাজ্যের পৌরসভায় Group C পদে কর্মী নিয়োগ চলছে, মাধ্যমিক যোগ্যতায় করা যাবে আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment