DEO Recruitment: পশ্চিমবঙ্গ সরকারের অধিকৃত একটি সংস্থা, যার নাম Webel Technology Limited (WTL), এটি মূলত “West Bengal Administrative control of Department of P & AR” – এর অন্তর্ভুক্ত। সম্প্রতি এই সংস্থা একটি বিজ্ঞাপন প্রকাশ করে, কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ঘোষণা করেছে। রাজ্যের যেকোনো জেলা থেকে আগত যোগ্য চাকরিপ্রার্থীরাই শূন্যপদগুলিতে আবেদনযোগ্য। আগামী ৩১.০৮.২০২৩ পর্যন্ত অনলাইন আবেদনের মাধ্যমে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা করতে পারবেন এই আবেদন।
নিয়োগকারী সংস্থা | Webel Technology Limited (WTL) |
Advertisement no. | WTL/P&AR-SSD/ADVT/23-01 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.wtl.co.in/ |
মোট শূন্যপদ | ৭ টি। |
আবেদন শুরু | চলছে। |
আবেদন শেষ | ৩১.০৮.২০২৩ |
পদের নাম
Data Entry Operator
মোট শূন্যপদ : ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কলেজ থেকে, যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ন হয়ে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে, কম্পিউটার এপ্লিকেশনে কোনো সার্টিফিকেট কোর্স করা থাকলে যোগ্য হিসেবে গণ্য হবেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ৩১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ২৫,০০০ টাকা।
চাকরির খবর : মিউনিসিপালিটি অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাসিক বেতন ২৬ হাজার টাকা।
পদের নাম
Senior Software Developer
মোট শূন্যপদ : ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী AICTE অথবা UGC স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে, BE/B.Tech/M.Sc in Computer Science/IT বিষয়ে কোর্স করা থাকলে আবেদনযোগ্য। সেইসাথে, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারেন। (বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন)
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ৩১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৬ এবং ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ৭৫,০০০ টাকা।
নিয়োগ পদ্ধতি
উল্লেখ্য পদগুলিতে প্রার্থীদের মূলত ইন্টারভিউ ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে বাছাই করে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, যোগ্যতার জন্য সাবমিট করা কাগজপত্রগুলি ৩১.০৮.২০২৩ এর আগের হতে হবে।
আবেদন পদ্ধতি
উপরের উল্লেখিত শূন্যপদগুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে। এর জন্য-
- সবার প্রথমে নিচে দেওয়া বিজ্ঞপ্তির লিংক থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে, ৪ এবং ৫ নং পাতায় থাকা আবেদনপত্রটির প্রিন্টআউট বের করে নিতে হবে।
- তারপর সেটিকে নির্ভুলভাবে ফিলাপ করে, নিজের সাম্প্রতিককালের ১ কপি ছবি ও সমস্ত ডকুমেন্টস গুলির জেরক্স কপিতে সই করতে হবে।
- সবশেষে, আবেদনপত্র সহ যাবতীয় ডকুমেন্টস এর স্ক্যান/ছবি তুলে, একটি PDF ফাইল বানিয়ে নিচে দেওয়া ই-মেল ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
যে ই-মেলে আবেদনপত্রটি পাঠাতে হবে, সেটি হল- [email protected]
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট : | Visit Now |
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
Quiz Test : বলুন দেখি, ভারতের সাথে মোট কয়টি দেশের স্থল সীমান্ত যুক্ত রয়েছে?
সরকারি খবর : রাজ্যের নিজস্ব রাজ্যসঙ্গীত তৈরির ভাবনা, বিধানসভায় পাশ করা হবে নতুন আইন।