DDRC Peon Recruitment 2023: Uma Roy Memorial District Disability Rehabilitation Centre (DDRC) এর পক্ষ থেকে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। মোট ১৪ টি বিভাগে অভিজ্ঞ ও অনভিজ্ঞ চাকরিপ্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা উল্লেখ্য পদগুলিতে আবেদন করতে পারবেন, কিন্তু তার আগে দেখে নিতে হবে যোগ্যতা সহ আরও অন্যান্য শর্তাবলী।
নিয়োগকারী সংস্থা | Uma Roy Memorial District Disability Rehabilitation Centre (DDRC) |
Advertisement no. | 596/HSM |
অফিসিয়াল ওয়েবসাইট | https://malda.gov.in/ |
মোট শূন্যপদ | ১৫ টি। |
আবেদন শুরু | ২৩.০৯.২০২৩ |
আবেদন শেষ | ০৭.১০.২০২৩ |
পদের নাম
Attendant cum Peon cum Messenger
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে নির্দিষ্ট কোন বয়সসীমার কথা জানানো হয়নি, তাই ন্যূনতম ১৮ বছরের ব্যক্তিরা আবেদন করতে পারেন।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১১,৪০০ টাকা বেতন দেওয়া হবে।
**এছাড়াও আরও ১৪ টি শূন্যপদে বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে, ইচ্ছুক প্রার্থীরা বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
আরেকটি চাকরি : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রচুর নন-টিচিং স্টাফ নিয়োগ, অনলাইন আবেদন শুরু।
প্রার্থী বাছাই পদ্ধতি
উক্ত পদে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে, যার পূর্নমান হবে ৫০ নম্বর।
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এর জন্য প্রার্থীদের
- প্রথমে নীচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তিটির সাথে থাকা ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
- তারপর, সেটিকে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
- তারপর, বিজ্ঞপ্তিতে চাওয়া যাবতীয় ডকুমেন্টস এর জেরক্স কপি ও পাসপোর্ট সাইজের ছবিতে নিজের সই দিয়ে এটেস্টেড করে নিতে হবে।
- সবশেষে, একটি মুখবন্ধ খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে অথবা নিজের হাতে গিয়ে সংস্থার ড্রপ বক্সে ফেলে আসতে হবে।
**আবেদনপত্রটি ০৭.১০.২০২৩ এর দুপুর ২ টার মধ্যে পোঁছতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
প্রার্থীদের আবেদনপত্রটি এই ঠিকানায় পাঠাতে হবে-
“The Secretary, Haiderpur Shelter of Malda (Implementing agency of DDRC), Uma Roy Sarani, 2 No. Govt . Colony, Opp. of Bagha Jatin Club, P.O. Mokdumpur, Dist. Malda – 732103 (W.B)”
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অফিশিয়াল ওয়েবসাইট : | Apply Now |
চাকরির খবর : রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে এজুকেশন সুপারভাইজার নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরি।
মক টেস্ট : ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? – জেনে নিন এমনই ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।