কেন্দ্রীয় সরকারে কয়েকশো গ্রূপ C কর্মী নিয়োগ, সরাসরি অনালাইনে করুন আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

DDA Recruitment 2023 : দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে, ৬৮৭ টি শূন্যপদে চাকরির নিয়োগের কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। তবে, আজকের এই প্রতিবেদনে আমরা শুধুমাত্র সেই পদগুলি নিয়ে আলোচনা করব যেগুলোতে আবেদন করার জন্য বিশেষ কোনো ডিগ্রি কোর্সের দরকার নেই।

 

নিয়োগকারী সংস্থা DELHI DEVELOPMENT AUTHORITY
Advertisement no. 02/2023/Rectt. Cell/Pers./DDA
অফিসিয়াল ওয়েবসাইট www.dda.gov.in
মোট শূন্যপদ  ৬৮৭ টি।
আবেদন শুরু ০৩.০৬.২০২৩
আবেদন শেষ ০২.০৭.২০২৩

পদের নাম

জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (Group C)

মোট শূন্যপদ : ১৯৪ টি। (UR – ১১৪ টি, EWS- ২৮ টি, SC – ৩০ টি, ST- ৬ টি, OBC- ১৬ টি)

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ, সেইসাথে কম্পিউটারে টাইপিং জেনে থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : ০২.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুযায়ী ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা এবং সেইসাথে ১৯০০ টাকা গ্রেড পে পাবেন।

পদের নাম

পাটোয়ারী (Group C)

মোট শূন্যপদ : ৪০ টি। (UR – ১৭ টি, EWS- ৪ টি, SC – ৬ টি, ST- ৩ টি, OBC- ১০ টি)

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক উত্তীর্ন হয়ে থাকলেই এই পদে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : ০২.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুযায়ী ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা এবং সেইসাথে ১৯০০ টাকা গ্রেড পে পাবেন।

নিয়োগ পদ্ধতি

জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট দুই ধাপে লিখিত পরীক্ষা (CBT) এবং টাইপিং টেস্ট।
পাটোয়ারী দুই ধাপে লিখিত পরীক্ষা (CBT)

আবেদন পদ্ধতি 

উপরিউক্ত পদ দুটিতে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট www.dda.gov.in এ গিয়ে সম্পূর্ণ অনালাইনে আবেদন জানাতে হবে (তবে প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।

আবেদন ফি

Women, SC, ST, PwBD, Ex-servicemen – শূন্য।

বাকিদের – ১০০০ টাকা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক :  Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

 

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment