CWC Recruitment 2023: কেন্দ্র সরকারি ওয়্যারহাউসগুলিতে নন-টেকনিক্যাল ও অন্যান্য পদে নিয়োগ, বেতন রয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকা।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

CWC Recruitment 2023: Central Warehousing Corporation (CWC) এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এটি মূলত Ministry of Consumer Affairs, Food & Public Distribution এর অন্তর্গত একটি সংস্থা। আগামী ২৪ শে সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৫৩ টি শূন্যপদে নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যোগ্য চাকরিপ্রার্থীগণ এই শূন্যপদগুলিতে আবেদন করার সুযোগ পাবেন।

নিয়োগকারী সংস্থা Central Warehousing Corporation (CWC)
Advertisement no. CWC/1-Manpower/DR/Rectt/2023/01
অফিসিয়াল ওয়েবসাইট https://cwceportal.com/
মোট শূন্যপদ  ১৫৩ টি।
আবেদন শুরু ২৬.০৮.২০২৩
আবেদন শেষ ২৪.০৯.২০২৩

পদের নাম

Superintendent (General)

মোট শূন্যপদ : ১১ টি।

শিক্ষাগত যোগ্যতা : উল্লেখ্য সবকয়টি পদের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে যেকোনো বিভাগে পোস্ট গ্রাজুয়েট হতে হবে।

বয়স সীমা : এই পদে আবেদন করতে হলে, ২৪.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৩৩ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : চাকুরীপ্রাপ্ত প্রার্থীদের ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

চাকরির খবর : রাজ্য সরকারি প্রাইমারি স্কুলে সম্পূর্ণ স্থায়ী পদে একাধিক শিক্ষক নিয়োগ, জেনে নিন কিভাবে করবেন আবেদন।

পদের নাম

Junior Technical Assistant

মোট শূন্যপদ : ৮১ টি।

শিক্ষাগত যোগ্যতা : উল্লেখ্য সবকয়টি পদের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে Agriculture/Zoology/Chemistry/ Bio-Chemistry বিষয়ে ডিগ্রি করা থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : এই পদে আবেদন করতে হলে, ২৪.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৩১ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : চাকুরীপ্রাপ্ত প্রার্থীদের ২৯,০০০ টাকা থেকে ৯৩,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

পদের নাম

Accountant 

মোট শূন্যপদ : ২৪ টি।

শিক্ষাগত যোগ্যতা : উল্লেখ্য সবকয়টি পদের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে B.Com অথবা কমার্স শাখায় B.A ডিগ্রি করা থাকলে আবেদন জানাতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।

বয়স সীমা : এই পদে আবেদন করতে হলে, ২৪.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৩৩ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : চাকুরীপ্রাপ্ত প্রার্থীদের ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

**এছাড়াও Assistant Engineer (Civil), Assistant Engineer (Electrical) ও বিশেষ কিছু রাজ্য ও UT এর জন্য আলাদাভাবে কিছু শূন্যপদ সংরক্ষিত রয়েছে, বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ুন। 

চাকরির খবর : এইমস এ ক্লার্ক সহ অন্যান্য অফিসিয়াল পদে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।

প্রার্থী বাছাই পদ্ধতি

Superintendent ও Accountant মূলত ৩ টি ধাপে এবং Junior Technical Assistant পদে ২ টি ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে-

  • লিখিত পরীক্ষা (CBT)
  • ইন্টাভিউ (Junior Technical Assistant এর জন্য দরকার নেই)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন

লিখিত পরীক্ষার স্থান

দেশের বিভিন্ন জায়গায় লিখিত পরীক্ষার আয়োজন করা হবে, পশ্চিমবঙ্গের প্রার্থীদের গ্রেটার কোলকাতা, হুগলি ও শিলিগুড়িতে গিয়ে পরীক্ষা দিতে হবে।

আবেদনের পদ্ধতি

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। এর জন্য প্রার্থীদের ‘https://cwceportal.com/’ -এই ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি নম্বর দেখে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপের পর আবেদন ফি জমা দিয়ে ফিলাপ করা ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নেবেন। প্রার্থীরা চাইলে নীচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদন জানাতে পারেন।

আবেদন ফি

উপরের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে Gen/ OBC/EWS প্রার্থীদের ১,২৫০ টাকা ও SC/ST/PWD/ESM ৪৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

চাকরির খবর :  IDBI ব্যাংকে ৬০০ টি শূন্যপদে জুনিওর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আগামী ১৫ দিন পর্যন্ত চলবে আবেদন।

পশ্চিমবঙ্গে অবস্থিত অফিস

প্রার্থীরা চাকরিতে নিয়োগ পাওয়ার পর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে চাকরির সুযোগ পেতে পারেন –

কলকাতা, বেলদা, বহরমপুর, বিষ্ণুপুর, বনহুগলি, বর্ধমান, হলদিয়া, মেদিনীপুর, কোচবিহার, দুর্গাচক, ফলতা, কান্তাপুকুর, খড়গপুর, মালদা, মাটিগাড়া, মোগরা, নিমক মহল রোড, পাঁচপাড়া, পানিহাটি, পেট্রাপোল, রাণীনগর, রিষড়া, সরগাছি, সরুল, স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড,তালতলা রোড, উলুবেড়িয়া ইত্যাদি।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন : Apply Online
অফিশিয়াল ওয়েবসাইট :  Visit Now

আরেকটি চাকরির খবর : ভারতীয় সেনায় সিভিলিয়ান বিভাগে গ্রুপ C নিয়োগ, আবেদন শুরু ১৮ সেপ্টেম্বর থেকে।

মক টেস্ট : কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার ওজন কি হবে? গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্নের উত্তর দেখে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now