কেন্দ্রীয় জাহাজ নির্মাণ সংস্থায় ৩০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় চাকরির সুযোগ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Cochin Shipyard Recruitment 2023: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জাহাজ নির্মাণকারী এবং মেরামতকারী সংস্থা কোচিন শিপইয়ার্ড লিমিটেড (Cochin Shipyard Limited) সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রকাশ করে মোট ৩০০ টি শূন্যপদে ৩ নিয়োগের ঘোষণা করেছে। এতে পশ্চিমবঙ্গের সকল যোগ্য চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবে। আজকের এই প্রতিবেদনে আবেদন বিষয়ক সমস্ত বিবরণ আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থা Cochin Shipyard Limited
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট https://cochinshipyard.in/
মোট শূন্যপদ  ৩০০ টি।
আবেদন শুরু ১৪.০৭.২০২৩
আবেদন শেষ ২৮.০৭.২০২৩

পদের নাম

Electrician, Mechanic Motor Vehicle, Electronic Mechanic, Welder, Fitter, Painter, Plumber ইত্যাদি আরও।

মোট শূন্যপদ :

Cochin Shipyard vacancy 2023

শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ এবং সেইসাথে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ হতে হবে।

বয়স সীমা : ২৮.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা প্রথম বছর প্রতিমাসে ২৩,৩০০ টাকা, দ্বিতীয় বছর ২৪,০০০ টাকা প্রতিমাস ও তৃতীয় বছরে ২৪,৮০০ টাকা প্রতিমাস বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি

১০০ নম্বরের MCQ পরীক্ষা নেওয়া হবে। সেখানে পাশ করলে প্রার্থীদের নিয়োগ করা হবে।

চাকরির ধরণ

চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।

চাকরির খবর : শুরু হল ১.২৫ লক্ষ কর্মী নিয়োগের তোড়জোড়, দপ্তরগুলি থেকে শূন্যপদের হিসেব পাঠানোর নির্দেশ নবান্নের।

আবেদন পদ্ধতি 

ফসল বীমা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট https://cochinshipyard.in/ এ গিয়ে Career Page CSL, Kochi অপশনে ক্লিক করে অনালাইনে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে (তবে প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।

আবেদন ফি

এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের ৬০০ টাকা অনলাইন এর মাধ্যমে পাঠাতে হবে। তবে SC, ST ও PwBD প্রার্থীদের কোনো রকম ফি প্রদানের প্রয়োজন নেই।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক : (১৪.০৭.২০২৩ থেকে চালু ) Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment