Central Bank Of India Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি জারি করে তাদের কোচবিহার জেলার অফিসে ফ্যাকাল্টি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট ও সাব স্টাফ পদে নিয়োগের ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। নিচে পদগুলির বিষয়ে বিস্তারে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা | Central Bank of India |
Advertise No. | RO/RD/2023-24 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.centralbankofindia.co.in |
আবেদন শেষ | ০৫.০৭.২০২৩ |
১) পদের নাম : ফ্যাকাল্টি
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে BSC/B.ed বিষয়ে স্নাতক হতে হবে, সেইসাথে কম্পিউটারে অভিজ্ঞতা, বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা মাসে ২০,০০০ টাকা বেতন পাবেন।
বয়স সীমা : ২৬.০৬.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য।
২) পদের নাম : অফিস অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে, সেইসাথে কম্পিউটারে অভিজ্ঞতা, বাংলা ভাষায় সাবলীল এবং টাইপিং জানতে হবে।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা মাসে ১২,০০০ টাকা বেতন পাবেন।
বয়স সীমা : ২৬.০৬.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩৫ বছর হলে আবেদনযোগ্য।
আরেকটি খবর : এখন ঘরে বসে আবেদন করেই এডুকেশন লোন, কাটতে হবেনা ব্যাঙ্কের চক্কর।
৩) পদের নাম : সাব স্টাফ
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে রাজ্যের যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা মাসে ৮,০০০ টাকা বেতন পাবেন।
বয়স সীমা : ২৬.০৬.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩৫ বছর হলে আবেদনযোগ্য।
নিয়োগ পদ্ধতি : উপরিউক্ত সকল পদগুলির জন্য প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি : উপরিউক্ত সবক’টি পদে আবেদনের জন্য প্রথমে নিচে দেওয়া বিজ্ঞপ্তির লিংকে ক্লিক করে আবেদন ফর্মটির প্রিন্ট আউট বের করতে হবে। তারপর সেই ফরমটি ফিলাপ করে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি একটি মুখবন্ধ খামে ভরে, খামের ওপরে যে পদে আবেদন করবেন তার নাম এইভাবে লিখবেন- “Application for the post of Faculty অথবা Office Assistant অথবা Attender/Sub – Staff at RSETI center – Coochbehar ( W.B. ) on contract for the year 2023-24 “ এবং তারপর এই ঠিকানায় পাঠাবেন- ” REGIONAL HEAD , CENTRAL BANK OF INDIA , REGIONAL OFFICE , Bangchatara Road , Tirangl More , Coochbehar ( W.B. ) PIN – 736101 .
আবেদন মূল্য : শূন্য।
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |